X
শুক্রবার, ২৩ মে ২০২৫
৯ জ্যৈষ্ঠ ১৪৩২

বিদ্যুতের তারে নৌকার লগি লেগে মাঝির মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
১৮ আগস্ট ২০২০, ২০:৩৫আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২০:৪৭

নওগাঁ

বন্যার কারণে বিলের পানির উচ্চতা বেড়ে ছুঁই ছুঁই অবস্থায় এসেছে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের তার। বড় নৌকা নিয়ে সে তারের নিচ দিয়ে অতিক্রমের সময় লগি লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন নৌকার মাঝি। তার নাম আলেফ (২২)। আত্রাইয়ের আহসানগঞ্জ ইউনিয়নের চাঁন্দের বিলে মঙ্গলবার (১৮ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।  নিহত আলেফ উপজেলার চৌবাড়ি গ্রামের মোতালেব হোসেনের ছেলে। 

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, আলেফ আজ মঙ্গলবার সকালে তার বাড়ির পাশের চাঁন্দের বিলে বালুবাহী নৌকা নিয়ে যাচ্ছিলেন। পল্লী বিদ্যুতের আত্রাই-নওগাঁ মেইন লাইনের ৩৩ হাজার ভোল্টের তারটি নিচু করে লাগানোয় বন্যার কারণে পানির উচ্চতা বেড়ে এটি বড় নৌকাগুলোর ক্ষেত্রে ছুঁই ছুঁই অবস্থায় চলে এসেছে। তবে বিষয়টি বুঝতে বা দেখতে না পাওয়ায় ওই তারের নিচ দিয়ে বালুবাহী বড় নৌকা নিয়ে যাওয়ার সময় নৌকার লগি তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে লুটিয়ে পড়ে আরেফ। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে নওগাঁর আত্রাই অঞ্চলের পল্লী বিদ্যুতের এজিএম ফিরোজ জামান বলেন, পল্লী বিদ্যুতের মূল সঞ্চালনা লাইনটি ৩৩ হাজার ভোল্টের। এটি মাটি বা পানি থেকে ২০-২২ ফুট উচ্চতা দিয়ে টানানো। তবে বন্যার কারণে ওই বিলে পানির উচ্চতা বেড়েছে। তারপরও এসব তার যথেষ্ট ওপরেই রয়েছে। নৌকা বেয়ে এর নিচ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত মাঝির হাতের ভেজা লগি তারে স্পর্শ করায় সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। ওই তারের নিচ দিয়ে সারাবছরেই চলাচলের সময় সবাইকে সাবধান ও সচেতন থাকতে হবে যাতে নৌকার লগি, বৈঠা, পাল বা কোনো কিছু তারে স্পর্শ না করে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমির হোসেন আমুর খালাতো ভাই ডা. রাহাত কারাগারে  
আমির হোসেন আমুর খালাতো ভাই ডা. রাহাত কারাগারে  
ইংল্যান্ডে তিন টেস্টের বেশি খেলবেন না বুমরা!
ইংল্যান্ডে তিন টেস্টের বেশি খেলবেন না বুমরা!
ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে ‘নীলচক্র’
ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে ‘নীলচক্র’
মেহেরপুরে ইউনিয়ন বিএনপির কাউন্সিল ঘিরে সংঘর্ষ, আহত ১০
মেহেরপুরে ইউনিয়ন বিএনপির কাউন্সিল ঘিরে সংঘর্ষ, আহত ১০
সর্বাধিক পঠিত
উদ্ভূত পরিস্থিতিতে তাসনিম জারা ও উমামার ফেসবুক পোস্ট
উদ্ভূত পরিস্থিতিতে তাসনিম জারা ও উমামার ফেসবুক পোস্ট
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
আগস্টে সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পূর্ণাঙ্গ তালিকা দিলো সেনাবাহিনী
আগস্টে সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পূর্ণাঙ্গ তালিকা দিলো সেনাবাহিনী
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে