X
বুধবার, ২১ মে ২০২৫
৭ জ্যৈষ্ঠ ১৪৩২

এক রাতেই পরিবারটির সব স্বপ্ন ভেঙে গেলো

পঞ্চগড় প্রতিনিধি
২০ আগস্ট ২০২০, ০৬:৪৬আপডেট : ২০ আগস্ট ২০২০, ০৬:৪৮

দিনমজুর আনিসুর রহমানের পরিবার পঞ্চগড় জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট ঘটবর এলাকার দিনমজুর আনিসুর রহমান। স্ত্রী ও চার কন্যার সংসারে ১০ শতক জমির ভিটেমাটি আর চারটি গরুই ছিল একমাত্র সম্পদ। গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে প্রায় দুই লাখ টাকা মূল্যের সে চারটি গরুই চুরি হয়ে যায়। এতে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। পিকআপে করে সংঘবদ্ধ একটি চোর চক্র তালা ভেঙে গরুগুলো চুরি করে নিয়ে গেছে। 

জানা যায়, আনিসুর রহমানের চার মেয়ে বৃত্তির টাকা, টিউশনির টাকা এবং বাড়ির জমানো টাকায় এই গরুগুলো কিনে তাদের বাবাকে দিয়েছিলেন। চার-পাঁচ বছর আগে কেনা গরুগুলোর প্রতিটির দাম পড়েছিল ১৫ থেকে ২০ হাজার টাকা করে।

প্রতিদিনের মত মঙ্গলবার রাতে পরিবারের সবাই খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে। আনিসুরের স্ত্রী আয়েশা বেগম ভোরে নামাজ পড়তে উঠে দেখেন গরুর ঘরে গরু নেই। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করতেই আশপাশের লোকজন এসে জড়ো হয়। অনেক খোঁজাখুজি করেও গরুগুলোর আর কোন সন্ধান পাননি তারা। 

আনিসুর রহমান জানান, আমার চার মেয়ে বৃত্তি, টিউশনি আর জামানো টাকায় খুব ছোট অবস্থায় গরুগুলো কিনে দিয়েছিল। বড় মেয়ে আফসানা ইসলামী ব্যাংক থেকে মাসে তিন হাজার আর মেজ মেয়ে রোমানা ডাচ বাংলা ব্যাংক থেকে মাসে দুই হাজার টাকা করে শিক্ষাবৃত্তি পায়। সেই টাকার সঙ্গে টিউশনির এবং বাড়ির কিছু টাকা যোগ করে গরু চারটি কেনা হয়। তারপর অনেক কষ্টে লালনপালন করে বড় করেছি। একটি বিদেশি গরুসহ চারটি গরুর বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা হবে। মেয়েদের স্বপ্ন ছিল গরুগুলো বড় হলে বিক্রি করে যে টাকা আসবে তা দিয়ে তাদের লেখাপড়ার খরচ ও বিয়ের খরচ জোগাড় হবে। কিন্ত সবার সব স্বপ্ন ভেঙে গেছে। মেয়েরা হতভম্ব হয়ে গেছে। দুঃশ্চিন্তায় নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে। বিষয়টি আমরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করেছি। পুলিশ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

হতাশায় ভেঙে পড়েছেন আনিসুর রহমান রংপুর মেডিক্যাল কলেজের ডেন্টাল বিভাগের ছাত্রী রোমানা আক্তার জানান, গরুগুলো আমরা কিনেছিলাম যাতে বিপদের দিনে বিক্রি করে অর্থ যোগাতে করতে পারি। এখন আমাদের আর কিছু রইলো না। সামনে আমার পরীক্ষার রেজিস্ট্রেশন করতে ১২ হাজার টাকা লাগবে। সেই টাকা কোথায় পাবো ভেবে পাচ্ছি না। করোনার মধ্যে এমনিতে আমাদের টানাপোড়েনে দিন যাচ্ছে। এখন সব কিছু অনিশ্চিত হয়ে পড়েছে। 

পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, ওই পরিবারের চারটি গরু চুরির ঘটনা আমরা তদন্ত করছি। চোর চক্রটিকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। 

উল্লেখ্য, আনিসুর রহমানের চার মেধাবী মেয়ের মধ্যে সবার বড় আফসানা খাতুন এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়ার পর ইংরেজিতে অনার্স সম্পন্ন করেন। মাস্টার্স পড়া অবস্থায় সম্প্রতি তার বিয়ে হয়েছে। মেজ মেয়ে রোমানা আক্তারও এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। তিনি এখন রংপুর মেডিক্যাল কলেজে ডেন্টাল বিভাগে তৃতীয় বর্ষে পড়ছেন। সেজ মেয়ে লাবনী আক্তার এসএসসিতে জিপিএ-৫ এবং এইচএসসিতে জিপিএ-৪ পেয়ে উত্তীর্ণ হন। তিনি এখন রংপুর আইএইচটিতে রেডিওলোজি নিয়ে দ্বিতীয় বর্ষে পড়ছে। এছাড়া ছোট মেয়ে রিপা আক্তার পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ছে।

 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ফাইনাল 
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ফাইনাল 
টিভিতে আজকের খেলা (২১ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২১ মে, ২০২৫)
অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে জিরো টলারেন্স
অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে জিরো টলারেন্স
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব 
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব 
সর্বাধিক পঠিত
মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: অর্থ উপদেষ্টা
মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: অর্থ উপদেষ্টা
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ধানমন্ডিতে মধ্যরাতে বাসার সামনে অবস্থান, আটক ৩
ধানমন্ডিতে মধ্যরাতে বাসার সামনে অবস্থান, আটক ৩
ক্যানসার ও ডায়াবেটিস প্রতিরোধক আলুর তিনটি জাত উদ্ভাবন
ক্যানসার ও ডায়াবেটিস প্রতিরোধক আলুর তিনটি জাত উদ্ভাবন
স্টারলিংকের সংযোগ কীভাবে পাবেন, কোথায় ব্যবহার করতে পারবেন
স্টারলিংকের সংযোগ কীভাবে পাবেন, কোথায় ব্যবহার করতে পারবেন