পাচারের সময় সুন্দরবনে হরিণের তিনটি মাথা, ৪২ কেজি মাংস ও হরিণ শিকারের ৫শ’ হাত ফাঁদ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর খাল থেকে মাংসসহ অন্য সামগ্রীগুলো জব্দ করে বনবিভাগ। এ ঘটনায় পাচারকারীরা নৌকা ফেলে পালিয়ে যায়।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. এনামুল হক রাত সাড়ে ৯টায় এ তথ্য জানিয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল থেকে সুন্দরবনের মরাপশুর এলাকায় অভিযান চালায় বনরক্ষীরা। সন্ধ্যা নাগাদ তাদের এ অভিযান চলে। পরে বনরক্ষীদের অভিযান টের পেয়ে পাঁচজন পাচারকারী নৌকা ফেলে পালিয়ে যায়।
এসময় ঘটনাস্থল থেকে অভিযানকারী বনরক্ষীরা নৌকার মধ্য থেকে তিনটি হরিণের মাথা, ১২টি পা, ৪২ কেজি হরিণের মাংস ও হরিণ শিকারের কাজে ব্যবহৃত ৫শ’ হাত ফাঁদ জব্দ করেন।
এসিএফ এনামুল বলেন, বুধবার (২৬ আগস্ট) জব্দকৃত হরিণের মাংসসহ সরঞ্জামগুলো আদালতে পাঠানোর পর বন আইনে পিওআর মামলা দায়ের করা হবে।