X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

হাসপাতালে যাওয়ার সড়ক যেন মরণফাঁদ!

পটুয়াখালী সংবাদদাতা
৩০ আগস্ট ২০২০, ০৭:১৩আপডেট : ৩০ আগস্ট ২০২০, ০৭:১৫




হাসপাতালে যাওয়ার সড়ক যেন মরণফাঁদ! দীর্ঘদিন সংস্কারের অভাবে পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও মেডিক্যাল কলেজের যাতায়াতের সড়কটির বেহাল দশা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ রোগী ও চিকিৎসকসহ হাসপাতালের কর্মীরা।

স্থানীয়রা জানান, আরসিসি নির্মিত হাসপাতালের দক্ষিণ দিকের সড়কটির একদম বেহাল অবস্থা। আর এই সড়কটিই হাসপাতালে যাতায়াতের মূল সড়ক হিসেবে বিবেচিত। সড়কটি ভেঙে পুরনো লোহার রড বেরিয়ে আসায় এতে চলাচলকারী পরিবহন যে কোনও সময় বড় দুর্ঘটনার শিকার হতে পারে। হাসপাতালের সেবা প্রত্যাশী রোগীদের পাশাপাশি রোগীবাহী অ্যাম্বুলেন্স চালকরা এই সড়ক দিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছেন। অন্যদিকে হাসপাতালের উত্তর দিকে সড়কের কাজ চলছে, যার জন্য বাঁশ বেঁধে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

পটুয়াখালী মেডিক্যাল কলেজের চলমান উন্নয়ন প্রকল্পের ভারী মালামাল বহন, টানা বৃষ্টি এবং সংস্কারের অভাবে সড়কটি মরনফাঁদে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ প্রসঙ্গে পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মতিন জানান, সড়কটি সংস্কারের জন্য পৌরসভাকে অবহিত করা হয়েছে। শিগগিরই সংস্কার কাজে হাত দেবে কর্তৃপক্ষ।

জানা যায়, বিগত ২০১৫ সালে পটুয়াখালী পৌরসভার উদ্যোগে মেরামত হয় পটুয়াখালী মেডিক্যাল কলেজের দক্ষিণ পাশের সড়কটি। এরপর এই সড়কটিতে আর সংস্কারের ছোঁয়া লাগেনি। মেডিক্যাল কলেজ ছাড়াও পানি উন্নয়ন বোর্ড, সাব-রেজিস্ট্রার কার্যালয়, বাংলাদেশ টেলিভিশনের উপ-সম্প্রচার কেন্দ্র কার্যালয়সহ একাধিক দাফতরিক কার্যালয়ে যাতায়াতে সড়কটি ব্যবহার হয়। এছাড়াও বিভিন্ন সুবিধার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও হাসপাতালের অন্যান্য যানবাহনও এই সড়কটি ব্যবহার করে।

হাসপাতালে যাওয়ার সড়ক যেন মরণফাঁদ! সড়কের বেহাল দশার বিষয়ে চায়ের দোকানি জাহাঙ্গীর আলম বলেন, এখন দোকানদারি রেখে প্রতিদিন গাড়ি ঠেলতে হয়। রাতে রোগী নিয়ে ইজিবাইক পড়ে গেছে পানির মধ্যে। আমি আরও লোকজন গিয়া উঠাইছি। এরআগের দিন চারটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।

অ্যাম্বুলেন্স চালক মো. হানিফ আকন, মো. শামিম খাঁন ও মো. আরিফুর রহমানসহ একাধিক চালক বলেন, নানা সুবিধার কারণে হাসপাতালের দক্ষিণ পাশের গেটটি ব্যবহার হয়। তবে এখন যানবাহন চলাচল তো দূরের কথা, লোক হাঁটার মতো কোনও কায়দা নেই ওই সড়কে। লোহার রড বের হয়ে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সড়ক সংস্কারের বিষয়ে পৌর মেয়র মো. মহিউদ্দিন আহম্মেদ বলেন, টানা বৃষ্টির কারণে সড়কটি খানাখন্দে পরিণত হয়েছে। মাঝখানে মেরামত করা হয়েছিলো। পটুয়াখালী মেডিক্যাল কলেজের চলমান উন্নয়ন প্রকল্পের ভারী মালামাল বহন করা গাড়ি চলাচলে সড়কটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বৃষ্টির কারণে উন্নয়ন কাজ শুরু করা যাচ্ছে না। আবহাওয়া অনুকূলে আসলে কাজ শুরু হবে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডাটাবেজ প্রজেক্টের নামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিষ্পত্তির নির্দেশ
ডাটাবেজ প্রজেক্টের নামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিষ্পত্তির নির্দেশ
১৪ দলের বৈঠক ডেকেছেন শেখ হাসিনা, কী থাকবে এজেন্ডায়?
১৪ দলের বৈঠক ডেকেছেন শেখ হাসিনা, কী থাকবে এজেন্ডায়?
রংপুর মেডিক্যাল ও নরসিংদীর পাঁচদোনা ভূমি অফিসে দুদকের অভিযান
রংপুর মেডিক্যাল ও নরসিংদীর পাঁচদোনা ভূমি অফিসে দুদকের অভিযান
কাঁচা আম খেলে মিলবে এই ১০ উপকারিতা
কাঁচা আম খেলে মিলবে এই ১০ উপকারিতা
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
জাপানিদের স্বাস্থ্যকর এই ৭ অভ্যাসের কথা জানতেন?
জাপানিদের স্বাস্থ্যকর এই ৭ অভ্যাসের কথা জানতেন?
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়