X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ইউএনও’র ওপর হামলাকারীর দৃষ্টান্তমূলক বিচার হবে: খালিদ মাহমুদ

দিনাজপুর প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২১:১০




ইউএনও’র ওপর হামলাকারীর দৃষ্টান্তমূলক বিচার হবে: খালিদ মাহমুদ আওয়ামী লীগের ইশতেহার বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করা হবে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই জনকে আটক করেছে। অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকার আন্তরিক।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বোচাগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ইশতেহার বাস্তবায়নে সরকারের কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। পৃথিবীর অন্যতম অগ্রসরমান অর্থনীতির দেশের নাম বাংলাদেশ। এ কর্মকর্তারা যখন আক্রান্ত হন, তখন আমাদের ভাবিয়ে তুলে। যারা মাঠপর্যায়ে কাজ করে ইশতেহার বাস্তবায়ন করছেন, তাদের ওপর হামলার যথাযথ বিচার করতেই হবে। এর কোনও বিকল্প নেই। দৃষ্টান্তমূলক বিচার করা হবে। সরকার এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যারা বাংলাদেশের উন্নয়ন ব্যাহত করতে চায়, যারা বাংলাদেশের উন্নয়নকে ব্যর্থ করার জন্য রাজনৈতিক পথ পরিহার করে আজকে উন্নয়ন বাস্তবায়নকারী কর্মকর্তাদের ওপর আক্রমণ করছে, তারা বিকল্প পথ বেছে নিয়েছে বলে আমি মনে করি।

এ সময় উন্নয়ন বাস্তবায়নে যারা কাজ করছেন, তাদের পাশে থাকতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

আহত ইউএনও’র চিকিৎসার বিষয়ে খালিদ মাহমুদ বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজনে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো হবে।

করোনাকালেও সরকার দেশের অর্থনীতিকে গতিশীল রেখেছে দাবি করে নৌ-প্রতিমন্ত্রী বলেন, এ করোনার সময়েও সরকারের রিজার্ভ ৩৯ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। পৃথিবীর অনেক দেশের প্রবৃদ্ধি মাইনাসে চলে গেছে। আমরা এখনও প্লাসে আছি।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন:

অবস্থা স্থিতিশীল, কথা বলেছেন ইউএনও ওয়াহিদা

ইউএনও’র ওপর হামলাকারীদের যুবলীগ থেকে বহিষ্কার

ইউএনও’র ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: কাদের 

‘জাহাঙ্গীর ও আসাদুলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সেই প্রশ্ন আমারও’

অস্ত্রোপচার সফল হলেও আশঙ্কামুক্ত নন ইউএনও ওয়াহিদা

ডান সাইড প্যারালাইজড হয়ে গেছে ওয়াহিদার

ইউএনও ওয়াহিদার ওপর হামলায় দুই জন আটক

ইউএনও’র ওপরে হামলার ঘটনায় মামলা

ইউএনও’র ওপর হামলার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

এটা সিরিয়াস ক্রাইম: রংপুর বিভাগীয় কমিশনার

ইউএনও’র ওপর হামলাকারী ছিল পিপিই পরা

ইউএনও’র ওপর এমন হামলা বিশ্বাস করতে পারছেন না কেউ

ইউএনও ও তার বাবাকে কুপিয়ে ‘মৃত ভেবে’ ফেলে রেখে যায় হামলাকারীরা

ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ইউএনও’র ওপর হামলা

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন