X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
বাসায় ঢুকে ইউএনও’র ওপর হামলা

এটা সিরিয়াস ক্রাইম: রংপুর বিভাগীয় কমিশনার

হিলি প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২০, ২০:৫১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৩

ঘোড়াঘাটের ইউএনও’র ওপরে হামলার ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভুঞা (বামে)। পাশে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।

দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে তাকে হাতুড়ি ও ভারী অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টার ঘটনাকে ভয়াবহ অপরাধ বলে মন্তব্য করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভুঞা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ওই হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।  

বিভাগীয় কমিশনার বলেন,  এটা সিরিয়াস ক্রাইম। এটা সিআরপিসি অনুযায়ী যেভাবে কার্যক্রম গ্রহণ করতে হয় সেভাবেই করা হবে। যাতে খুনিদের শনাক্ত করা যায় ও তাদের বিচারের আওতায় আনা যায় সেভাবে কাজ করা হবে।

সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া গেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফুটেজ মামলার তদন্তকারী কর্মকর্তা দেখবেন। 

এ ঘটনায় উপজেলার অন্য কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা জনবহুল গণতান্ত্রিক দেশ। এখানে বিভিন্ন ঘটনা ঘটতে পারে। একটা ঘটনার জন্য সবার মধ্যে উদ্বেগ তৈরি হবে এটা আমি বিশ্বাস করি না। কারণ হলো যেসমস্ত ঘটনা ঘটে এটা হচ্ছে তার মধ্যে একটি বিচ্ছিন্ন ঘটনা। সেটি নিয়ে অন্যগুলোর সঙ্গে তুলনা করার কোনও সুযোগ নেই। কাজেই আমার বিশ্বাস অন্যরা ঠিকভাবে কাজ করে যাবে। আর আমরা এই ঘটনা কীভাবে উদঘাটন করা যায় সে ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, মামলার তদন্তকারী কর্মকর্তা আছেন, তারা ঠিকই এটা ফাইন্ড আউট (উদ্ঘাটন) করবেন এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন।

উল্লেখ্য, বুধবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ভেনটিলেটর ভেঙে প্রবেশ করে তার ওপর হামলা করে দুর্বৃত্তরা। হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে এবং মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। আর মেয়েকে বাঁচাতে এলে ওয়াহিদার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকেও (৭০) জখম করে। এর আগে গেটে দারোয়ানকে বেঁধে ফেলে তারা। গুরুতর আহত ইউএনও ও তার বাবাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ইউএনও ওয়াহিদাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বিদেশে নেওয়ার চেষ্টা চললেও তার শারীরিক অবস্থা ভালো নয় বলে তা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন:
ইউএনও ও তার বাবাকে কুপিয়ে ‘মৃত ভেবে’ ফেলে রেখে যায় হামলাকারীরা

ইউএনও’র ওপর হামলার ঘটনায় পুলিশের সব তদন্ত ইউনিট মাঠে: ডিআইজি দেবদাস ভট্টাচার্য

ইউএনও ওয়াহিদার অবস্থা সংকটাপন্ন, বিদেশে নেওয়ার পরিস্থিতিও নেই

ইউএনও’র ওপর হামলায় অংশ নেয় পিপিই পরা দুই ব্যক্তি

ইউএনও’র ওপর এমন হামলা বিশ্বাস করতে পারছেন না কেউ

 

 

 

 

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!