X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

লঞ্চের কেবিনে তরুণীকে হত্যা: এক যুবককে ঢাকা থেকে গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০০:২৭

 

লঞ্চের কেবিনে তরুণীকে হত্যার ঘটনায় তার কথিত স্বামীকে গ্রেফতার করেছে পিবিআই। বরিশালে পারাবত-১১ লঞ্চের কেবিন থেকে তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ‍ইনভেস্টিগেশন (পিবিআই)। তার নাম মনিরুজ্জামান। রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।  

বুধবার সকালে নগরীর রুপাতলী সড়কে পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই’র বরিশালের পুলিশ সুপার মো. হুমায়ুন কবির।

পিবিআই দাবি করেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। মনিরুজ্জামান নিজেকে ওই তরুণীর ‘স্বামী’ হিসেবে পরিচয় দিয়েছে।

পুলিশ সুপার সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেন, লঞ্চের সিসি ক্যামেরার ফুটেজ দেখে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসামিকে গ্রেফতার করা হয়।

এ সময় পিবিআই’র পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার ঢাকার মিরপুরের আবুল কাসেম রোড থেকে মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে।

গত সোমবার অজ্ঞাত পরিচয় হিসেবে এক তরুণীর মরদেহ পারাবত-১১ লঞ্চের ৩৯১ নম্বর কেবিন থেকে উদ্ধার করে আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই নারীর আঙুলের ছাপ নিয়ে তার নাম জান্নাতুল ফেরদৌস লাবনী এবং ঠিকানা মিরপুরের পল্লবী বলে জানতে পারে পুলিশ। এরপর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা এসে মরদেহ শনাক্ত করে। পরিবার ও প্রযুক্তির সহায়তা নিয়ে পরবর্তীতে মনিরুজ্জামানকে গ্রেফতার করে পিবিআই।

নৌ-পুলিশের বরিশাল বন্দর থানার তদন্ত কর্মকর্তা মো. মামুন জানান, গ্রেফতারকৃত মনির জানিয়েছে সে গোপনে লাবনীকে বিয়ে করেছিল। পারিবারিক বিষয়াদি নিয়ে কথাবার্তার একপর্যায়ে উত্তেজিত হয়ে গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করে। লঞ্চ থামার পর সে নেমে সড়ক পথে ঢাকায় পালিয়ে যায়।

প্রসঙ্গত, গত সোমবার ঢাকা থেকে বরিশালগামী পারাবত-১১ লঞ্চের ৩৯১ নম্বর কেবিন থেকে উদ্ধার করা হয় ওই তরুণীর মরদেহ। এ ঘটনায় ১৪ সেপ্টেম্বর নৌ-পুলিশের এসআই অলক চৌধুরী বাদী হয়ে বরিশাল কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডাকসু নির্বাচন নিয়ে অংশীজনদের সুপারিশ পর্যালোচনায় রিটার্নিং কর্মকর্তারা
ডাকসু নির্বাচন নিয়ে অংশীজনদের সুপারিশ পর্যালোচনায় রিটার্নিং কর্মকর্তারা
ছাত্রলীগ নেতাকে আটকের খবর শুনে বাবার মৃত্যু
ছাত্রলীগ নেতাকে আটকের খবর শুনে বাবার মৃত্যু
ঢাবির সব হলের পকেট গেট বন্ধ থাকবে রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত  
ঢাবির সব হলের পকেট গেট বন্ধ থাকবে রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত  
ঢাবিতে ক্যান্টিন সংস্কারের সময় দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ঢাবিতে ক্যান্টিন সংস্কারের সময় দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’