X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, পাঁচ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

হিলি প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২০, ২৩:২৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫৪

পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, পাঁচ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

 

পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় পাঁচ ঘণ্টা পর লাইনের সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় রাত ১০ টা ৩৫ মিনিটে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম। এর আগে, শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে দিনাজপুরের হিলির ডাঙ্গাপাড়ার ঢেলুপাড়া নামক স্থানে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে দীর্ঘক্ষণ ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়ে।

ট্রেনের যাত্রী মিনহাজুল ইসলাম ও শেরেগুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমরা এর আগেও ঢাকা যাওয়ার সময় ওই স্থানে রেল লাইনের মেরামতের কাজ চলতে দেখেছিলাম। আজও সেখানে মেরামতের কাজ চলছিল। ট্রেনটিকে এখানে পৌঁছার পর বিশ মিনিট ধরে দাঁড় করিয়ে রাখে, তারপরও ভালোভাবে মেরামত না করেই তারা কোনরকমে কাজ শেষ করে ট্রেন যাওয়ার অনুমতি দেয়। ট্রেনটি যেতে শুরু করলে ইঞ্জিনসহ কয়েকটি বগি পার হলেও শেষের দিকের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে চরম দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান সাধারণ যাত্রীরা।

ট্রেনটির চালক মতিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা দূর থেকে ব্যানার লাগানো দেখতে পেয়ে নিয়ম অনুযায়ী আমরা সঠিক স্থানে ট্রেনটিকে দাঁড়িয়ে দেই। এরপর রেলের লোকজন বিশ মিনিট ধরে লাইন মেরামতের কাজ করে ট্রেন চলাচলের উপযোগী মনে করে আমাদের সিগন্যাল দেয়। সে অনুযায়ী আমরা ৪-৫ কিলোমিটার গতিতে সেই স্থান পার হওয়ার চেষ্টা করি। ৯টি বগি পার হয়ে যাওয়ার পর পেছনের ১০ নম্বর বগিটা পড়ে যায়। চারটি চাকা রেললাইন থেকে নেমে যায়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, তবে বগিগুলো লাইন থেকে পড়ে যায়নি, লাইনেই দাঁড়িয়ে ছিল। যার কারণে এখানে কোনও হতাহতের ঘটনা বা অন্য কোনও কিছু হয়নি।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা শিক্ষার্থীদের, পুলিশের বাধা
ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা শিক্ষার্থীদের, পুলিশের বাধা
মিরপুরে শাক্যমুণি বৌদ্ধবিহার নিয়ে বিরোধ
মিরপুরে শাক্যমুণি বৌদ্ধবিহার নিয়ে বিরোধ
যুদ্ধবিরতির ঘোষণার পর লিবিয়ায় সংঘর্ষ কমছে
যুদ্ধবিরতির ঘোষণার পর লিবিয়ায় সংঘর্ষ কমছে
১২ দফা দাবিতে বেবিচক চেয়ারম্যানকে কর্মকর্তাদের স্মারকলিপি
১২ দফা দাবিতে বেবিচক চেয়ারম্যানকে কর্মকর্তাদের স্মারকলিপি
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা ভাঙায় বিক্ষোভ সমাবেশের ডাক
অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা ভাঙায় বিক্ষোভ সমাবেশের ডাক