দিনাজপুরের হিলি স্থলবন্দরে আরও এক দফা কাঁচা মরিচের দাম কমেছে। একদিনের ব্যবধানে বন্দরে আমদানি হওয়া কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। একদিন আগেও রবিবার বন্দরে আমদানি হওয়া মরিচ প্রতি কেজি ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে সোমবার (২১ সেপ্টেম্বর) তা কমে ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হয়।
হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, দেশের বাজারে মরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নাগালের মধ্যে রাখতে বন্দর দিয়ে মরিচ আমদানি অব্যাহত রয়েছে। কাঁচা মরিচের বাড়তি দাম পাওয়ার কারণে হিলিসহ দেশের বিভিন্ন বন্দর দিয়েই মরিচ আসছে।
দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় দামের ওপর প্রভাব পড়েছে। তবে বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন মোকামগুলোতে মরিচের চাহিদা তেমন না থাকায় দাম কিছুটা কমতে শুরু করেছে।