X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

যশোর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৬

আদালত  
যশোর সদরের সালতা গ্রামের বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে হাবিবুর রহমান খাঁ নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) টিএম মুসা এক রায়ে এ সাজা দিয়েছেন।

এ মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত হাবিবুর সালতা গ্রামের আবুল কাশেম খাঁর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, সালতা গ্রামের শহর আলী শেখের মেঝ মেয়ে বাকপ্রতিবন্ধী রত্না একই গ্রামের আকবার মাস্টারের বাড়িতে কাজ করতেন। সেই সুবাদে হাবিবুর রহমান খাঁর সঙ্গে তার পরিচয়। মাঝে মধ্যে হাবিবুর তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যেত কাজের জন্য। ২০১৭ সালের ২৮ মে দুপুর ১২টার দিকে রত্নাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান হাবিবুর ও মন্টু। গ্রামের বুড়ো মার জঙ্গলের কাছে খায়রুল তাদের দেখে। এরপর রত্নার আর খোঁজ মেলেনি। খায়রুল ঘটনাটি মেয়ের বাবাকে জানান। এরপর থেকে হাবিবুর ও মন্টুকে গ্রামে আর পাওয়া যায়নি। ঘটনার তিনদিন পর ৩১ মে গ্রামের মেজের মোল্যার কবরস্থানে রত্নার লাশ পাওয়া যায়। পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

এ ব্যাপারে থানায় মামলা করতে গেলে পুলিশ গ্রহণ না করায় নিহতের বাবা শহর আলী শেখ ১৪ জুন হাবিবুর রহমান খাঁ ও মন্টুকে আসামি করে আদালতে মামলা করেন। আদালতের আদেশে ২ জুলাই কোতোয়ালি থানায় এটি নিয়মিত মামলা হিসেবে রুজু হয়। এ মামলার তদন্তকালে হাবিবুরের দেওয়া ১৬৪ ধারার জবানবন্দির তথ্য যাচাই বাছাই করে ঘটনার সঙ্গে জড়িত থাকায় হাবিবুর, মন্টু ও ইকবালকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি হাবিবুর রহমান খাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জারিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। 

সাজাপ্রাপ্ত হাবিবুর রহমান খাঁ কারাগারে আটক রয়েছে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা