X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞা শুরু, বিকল্প কর্মসংস্থানের দাবি জেলেদের

বরগুনা সংবাদদাতা
১৩ অক্টোবর ২০২০, ২২:২৩আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১৭:২১

নিষেধাজ্ঞা শুরু, বিকল্প কর্মসংস্থানের দাবি জেলেদের ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ নিরাপদ করার লক্ষ্যে ১৪ অক্টোবর থেকে টানা ২২ দিন সাগর ও নদ-নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় ইলিশ শিকার, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। এ সময়ে সরকারের পক্ষ থেকে প্রতিটি জেলে-পরিবারের জন্য ২০ কেজি করে সরকারি সহায়তার চাল বরাদ্দ দেওয়া হবে। তবে জেলেদের দাবি বিকল্প কর্মসংস্থানের। এদিকে নিষেধাজ্ঞা কার্যকর করতে কঠোর নজরদারির কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

জেলার ট্রলার মালিক সমিতির নেতারা জানান, নিষেধাজ্ঞার সময় জেলেদের ২০ কেজি করে সরকারি চাল খাদ্য সহায়তা দেওয়া হবে। এই সহায়তা দিয়ে একজন জেলের পরিবার চালানো কষ্টকর বিষয়। অনেক জেলের সাপ্তাহিক কিস্তি রয়েছে, আয়ের পথ বন্ধ থাকায় কিস্তি পরিশোধ নিয়ে বিপাকে পড়তে হবে জেলেদের।

জেলে অধ্যুষিত পাথরঘাটা, তালতলীসহ বিভিন্ন এলাকার জেলেরা তাদের ট্রলার নৌকা নিয়ে নিরাপদ স্থানে ফিরছেন। আবার কেউ কেউ নৌকা ও ট্রলার মেরামতের উদ্যোগ নিচ্ছেন। তবে দীর্ঘ নিষেধাজ্ঞায়, কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় জেলেরা।

জেলার মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বরগুনায় ৩৭ হাজার জেলেকে সরকারি খাদ্য সহায়তার আওতায় আনা হয়েছে। এরমধ্যে বরগুনা সদর উপজেলায় সাত হাজার ৭৭৮ জন, আমতলী উপজেলায় ছয় হাজার ৭৮৯ জন, তালতলীতে ছয় হাজার ৭৪৬ জন, পাথরঘাটা উপজেলায় ১১ হাজার ৪৩৮ জন, বেতাগী উপজোয় তিন হাজার ১৮২ জন ও বামনা উপজেলায় এক হাজার ৬৮ জন জেলে রয়েছেন। এসব জেলে প্রতি (নিষেধাজ্ঞা কালীন সময়) ২০ কেজি করে খাদ্য সহায়তা চাল দেওয়া হবে।

সদর উপজেলার মাঝেরচর এলাকার জেলে জালাল বলেন, নিষিদ্ধ সময়ে ২০ কেজি করে চাল দিয়ে কোনও সংসার ঠিকমতো চলতে পারে না। আড়তদারদের কাছ থেকে দাদনের টাকা নিয়েই আমার সংসার চালাই। আমাদের আয়ের পথ বন্ধ সরকার জেলেদের জন্য বিকল্প কোনও কর্মসংস্থানের ব্যবস্থা করলে ভালো হয়।

পাথরঘাটা উপজেলার পদ্মা এলাকার বাসিন্দা জেলে আবুল হোসেন বলেন, এই এলাকার ৯০ শতাংশ মানুষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। একমাত্র আয়ের পথ হলো নদী ও সাগরে মাছ শিকার।

তালতলী উপজেলার তেতুল বাড়িয়া এলাকার জেলে সানু বলেন বলেন ‘মাছ ধরা বন্ধ হওয়ায় গুরাগারা লইয়্যা কষ্টে থাকতে হয়। অন্য কোনও মাছ মেরে দিন কাটাতে হবে। নিষেধাজ্ঞার সময় ২০ কেজি চালে আমাদের সংসার চলে না। শুধু চাল হলেই কি খাওয়া যায়?

জেলার ট্রলার মালিক সমিতির সভাপিত মোস্তফা চৌধুরী বলেন, সরকারের দেওয়া নিষেধাজ্ঞা যাতে সব জেলেরা মেনে চলেন, সে বিষয়ে কাজ করবো। কিন্তু সরকারের পক্ষ থেকে যে সহায়তা দেওয়া হয়, সেটা খুবই অপ্রতুল। নিষেধাাজ্ঞাকালে জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান তৈরির দাবি জানান তিনি।

জেলার মৎস্য কর্তকর্তা আবুল কালাম আজাদ বলেন, ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞাকালে ইলিশ শিকার, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীদের জন্য সাজার ব্যবস্থা রয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য অধিদফতর, কোস্টগার্ড, নৌ-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, জেলার ৩৭ হাজার জেলেকে ২০ কেজি সরকারি চাল সহায়তার দেয়া হবে। এ সময়টাতে জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনা চলছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ১৭ মে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ১৭ মে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন
সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করার দাবি জানিয়েছে বাসদ
সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করার দাবি জানিয়েছে বাসদ
কাল যুবদলের সমাবেশ, থাকবেন মির্জা ফখরুল
কাল যুবদলের সমাবেশ, থাকবেন মির্জা ফখরুল
নয়া পল্টনে বিএনপির সমাবেশ চলছে
নয়া পল্টনে বিএনপির সমাবেশ চলছে
সর্বাধিক পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি