X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভ্রাম্যমাণ আদালতের অভিযান সত্ত্বেও নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না আলু

বগুড়া প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২০, ১৩:৫৯আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৩:৫৯


আলু


হিমাগার ও হাটবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সত্ত্বেও সরকার নির্ধারিত দরে বগুড়ার কোথাও আলু বিক্রি হচ্ছে না। পর্যাপ্ত মজুত থাকার পরও শুক্রবার বিকাল পর্যন্ত খুচরা ৪৪ টাকা কেজি দরে আলু কিনতে হয়।

কৃষি বিপণন অধিদফতর থেকে বাজারে খুচরা আলু ৩৫ টাকা, পাইকারি ৩০ টাকা ও হিমাগারে ২৫ টাকা কেজি দরে বিক্রি করতে বলা হয়। এরপরও জেলার কোথাও এ দরে কেউ আলু কিনতে পারেনি। শুক্রবার বিকাল পর্যন্ত খুচরা বাজারে পাকরি আলু ৪৪ টাকা, হল্যান্ড ৪২ টাকা ও কার্ডিনাল ৪০ টাকা করে বিক্রি হয়। তবে পাইকারি বাজারে ৩৫ টাকা থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

খুচরা বিক্রেতা শহরের সুলতানগঞ্জ পাড়ার মুদি দোকাকি ফরিদ শেখ, কাটনারপাড়ার রহিম উদ্দিন, নামাজগড় বাজারে মুরাদ ও ফুলবাড়ি বাজারের কাঁচামাল ব্যবসায়ী কামাল প্রামানিক জানান, সরকার আলুর দাম নির্ধারণ করে দিলেও তারা পাইকারি বাজারে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন। তাই তারা প্রতি কেজি ২-৩ টাকা লাভে ৪০-৪৪ টাকা কেজি দরে বিক্রি করছেন।

গৃহবধূ মাধবী রানী, লতিফা খাতুন ও মোমেনা খাতুন জানান, আলুর দাম দিন দিন বেড়েই চলেছে। তারা আলুর বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
বগুড়া শহরের রাজাবাজারের আড়তদার আবদুর রহমান, লক্ষণ জানান, হিমাগারে সরকার নির্ধারিত দরে আলু বিক্রি হচ্ছে না। তাই ব্যবসায়ীরা নির্ধারিত দরে বিক্রি করতে পারছেন না। তবে হিমাগার কর্তৃপক্ষ কৌশলে তাদের ক্যাশ মেমোতে প্রতি কেজি ২৭ টাকা উল্লেখ করছেন। হিমাগার থেকে আলু আড়তে আনতে গাড়ি ভাড়া ও অন্যান্য খরচ প্রতি কেজি ২-৩ টাকা পড়ে।
নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক হিমাগার মালিক জানান, ব্যবসায়ীরা তাদের হিমাগারে আলু মজুত রাখেন। আবার তারাই এখান থেকে বিক্রি করেন। ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি করতে বলা হলেও তারা কথা শুনছেন না।
আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব-১২ বগুড়া স্পেশাল ক্যাম্পের সদস্যরা শুক্রবার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজার নেতৃত্বে শিবগঞ্জের দুটি হিমাগারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
র‌্যাব বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এরশাদুর রহমান জানান, অবৈধভাবে আলু মজুত ও অধিক দরে বিক্রির অপরাধে আদালত শিবগঞ্জের শাহ্ সুলতান কোল্ড স্টোরেজের মালিককে ৪০ হাজার টাকা ও আফাকু কোল্ড স্টোরেজের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। আলু বাজার নিয়ন্ত্রণ করতে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ