X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

যাত্রা শুরু ফরিদপুর-রাজশাহীবাসীর স্বপ্নের মধুমতি এক্সপ্রেসের

ফরিদপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২০, ১৮:২২আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১৮:২৪

ফরিদপুর স্টেশনে মধুমতি এক্সপ্রেস সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুক্রবার (৩০ অক্টোবর) থেকে যাত্রা শুরু করলো ফরিদপুর-রাজশাহীবাসীর স্বপ্নের মধুমতি এক্সপ্রেস। এখন থেকে সপ্তাহের বৃহস্পতিবার ব্যতীত প্রতিদিন রাজশাহী থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চলবে ট্রেনটি। রাজশাহী থেকে সকাল ৮টায় ছেড়ে আসবে। এরপর পোড়াদহ-কালুখালী-রাজবাড়ী হয়ে ট্রেনটি দুপুর ২টায় ভাঙ্গা স্টেশনে গিয়ে পৌঁছাবে। একইভাবে দুপুর ২টা ২৫ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে।

শুক্রবার যাত্রী নিয়ে ট্রেনটি নিয়ম অনুযায়ী দুপুর ১টা ১৫ মিনিটে ফরিদপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে। এরপর ১টা ১৮ মিনিটে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় যাত্রীসহ সাধারণ উৎসুখ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যভাব লক্ষ্য করা যায়। দীর্ঘদিনের প্রত্যাশা ও প্রাপ্তির মিলন ঘটায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।  

এর আগে বৃহস্পতিবার দুপুরে খবরটি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জেলার বিভিন্ন স্থানে মানুষের মাঝে আনন্দভাব লক্ষ্য করা যায়।   

রেলওয়ে সূত্রে জানা গেছে, মধুমতি আন্তনগর ট্রেনটি সপ্তাহের বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী চলবে। সকাল ৮টায় রাজশাহী থেকে ছেড়ে রাজবাড়ী হয়ে ফরিদপুর স্টেশনে পৌঁছাবে দুপুর ১টা ১৫ মিনিটে। ফরিদপুরে ৩ মিনিট বিরতির পর ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে ভাঙ্গা স্টেশনে পৌঁছাবে দুপুর ২টায়। সেখানে ২৫ মিনিটের বিরতি নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে ২টা ২৫ মিনিটে। ফরিদপুর স্টেশনে পৌঁছাবে ২টা ৫৬ মিনিটে। ফরিদপুরে ৩ মিনিট বিরতির পর ২টা ৫৯ মিনিটে ফরিদপুর স্টেশন থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। রাত ৮টায় রাজশাহীতে পৌঁছাবে।   

মধুমতি এক্সপ্রেস ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ফরিদপুর থেকে রাজশাহী-শোভন সাধারণ ২১০, শোভন চেয়ার ২৫০ এবং প্রথম শ্রেণির চেয়ার ৩৩৫ টাকা।

 

 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক