জামালপুরের বকশীগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিজান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) রাতে বকশীগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বকশীগঞ্জ থানার উপপরিদর্শক এসআই আজিজ বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার (১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার এক কিশোরী (১৩) বাথরুমে যাওয়ার সময় প্রতিবেশী মিজান (২৫) তার মুখ চেপে ধরে এবং পরনের কাপড় খোলার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আত্মীয়-স্বজনরা এগিয়ে এসে তাকে রক্ষা করে।
এসআই জানান, পরে ওই কিশোরীর পিতা বাদী হয়ে থানায় অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পাওয়ায় রাতেই অভিযুক্ত মিজানকে গ্রেফতার করা হয় এবং এ বিষয়ে বকসীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। সোমবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি জবানবন্দির জন্য ওই কিশোরীকেও আদালতে পাঠানো হয়েছে।
বকশীগঞ্জ থানার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী উপপরিদর্শক এএসআই মো. শাহজাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামি মিজানকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে, আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হক জামিন বাতিল করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।’