X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

হাকিমপুর পৌর নির্বাচনে আ.লীগের প্রার্থী নির্ধারণে ভোট

হিলি প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২০, ২৩:১৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২৩:১৮

হাকিমপুর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা আসন্ন হাকিমপুর পৌরসভা নির্বাচনে প্রার্থী নির্ধারণ করে তা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোর লক্ষ্যে হাকিমপুর পৌর আওয়ামী লীগে ভোট অনুষ্ঠিত হয়েছে। এতে সবচেয়ে বেশি ৪৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত।

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় হিলি বাজারস্থ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে প্রার্থী নির্বাচন করে তালিকা তৈরি করা হয়।

এর আগে সকালে হাকিমপুর পৌরসভা নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক দলীয় নেতাকর্মীদের বিকালের মধ্যে  ভোটার আইডি কার্ড ও ছবিসহ আবেদনপত্র জমা দেওয়ার জন্য মাইকিং করা হয়। তাতে বর্তমান মেয়রসহ ৪ জন মেয়রপ্রার্থী হওয়ার জন্য আবেদনপত্র জমা দেন।

পরে সংঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রার্থী নির্বাচিত করতে ব্যালটের মাধ্যমে ভোটের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সংঠনের ৬৮ জনের মধ্যে ৫৮ জন সদস্যের প্রত্যক্ষ ভোটে ৪৭ ভোট পেয়ে প্রথম হন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত, পাঁচ ভোট পেয়ে বুদলা লাড়কা দ্বিতীয়, তিন ভোট পেয়ে আমিরুল ইসলাম লিটন তৃতীয়, দুই ভোট পেয়ে কামাল হোসেন রাজ চতুর্থ প্রার্থী হিসেবে নির্বাচিত হন। একটি ভোট বাতিল হয়। এই ফলাফল জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হবে। এরপর তা কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে পাঠানো হবে। 

হাকিমপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ আলম প্রধানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু, প্রবীণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, আব্দুল লতিফ মাস্টার, আশরাফ আলী প্রধানসহ অনেকে।  

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
ফেব্রুয়ারিতে নির্বাচন চান কোটা সংস্কারে রিটকারী আবদুল অদুদ
ফেব্রুয়ারিতে নির্বাচন চান কোটা সংস্কারে রিটকারী আবদুল অদুদ
ব্যাটারদের লম্বা ইনিংস খেলতে হবে: তানজিদ
ব্যাটারদের লম্বা ইনিংস খেলতে হবে: তানজিদ
দাবি আদায়ের আগ পর্যন্ত রাজুতে অবস্থান কর্মসূচি পিএসসি সংস্কার আন্দোলনের
দাবি আদায়ের আগ পর্যন্ত রাজুতে অবস্থান কর্মসূচি পিএসসি সংস্কার আন্দোলনের
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়াও হলেন বিএনপি নেতাকর্মীরা
ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়াও হলেন বিএনপি নেতাকর্মীরা