ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার প্রধান আসামি স্থানীয় বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহমদ চৌধুরী মিনারের জামিন আদেশ বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে হাইকোর্ট থেকে জামিন নেন বিএনপির এই নেতা।
সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ এ আদেশ দেন।
গত ৫ মার্চ একরাম হত্যা মামলার চার্জ গঠন করে ফেনী জেলা দায়রা জজ আদালত। সোমবার মামলার স্বাক্ষ্য গ্রহণে দিন ধার্য ছিল।
গত বছরের ২৮ আগস্ট ৫৬ জনকে আসামি করে আদালতে একরাম হত্যার মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ। একই বছরের ১২ নভেম্বর মামলার অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। মামলায় গ্রেফতারকৃত ১৬ জন আসামি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এ পর্যন্ত ৪৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে জামিনে রয়েছে চারজন।
গ্রেফতারকৃতদের মধ্যে ফেনী কারাগারে ৩৩ জন, কুমিল্লা কারাগারে ৬ জন এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রধান আসামি স্থানীয় বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার। আর পলাতক রয়েছে ১২ জন আসামি।
২০১৪ সালে ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও পুড়িয়ে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরামকে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে মাহতাব উদ্দিন চেীধুরীকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৩০-৩৫ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করেন।
/এসএনএইচ/এএইচ/