বর্তমান বাজার অর্থনীতি ও বিশ্বায়নের যুগে লোকজ সংস্কৃতি ক্রমশ হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, নিজেদের ফিরে পেতে হলে আমাদের বারবার লোকজ সংস্কৃতির কাছেই ফিরে আসতে হয়। তাই এখন সময় এসেছে লোকজ সংস্কৃতি পুনরুদ্ধার করার। শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগ আয়োজিত অ্যালমনাই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, বিদেশিরা এসে বাংলাদেশের লোকজ সংস্কৃতি নিয়ে গবেষণা করছেন। আমাদের দেশের ফোকলোর বিষয়ে সংশ্লিষ্টদের আরও এগিয়ে আসতে হবে। লোকজ সংস্কৃতি নিয়ে নতুন নতুন গবেষণায় শিক্ষার্থীদের যুক্ত করতে হবে। যেন তারা বাংলাদেশের লোকজ সংস্কৃতির ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পান।
আরও পড়তে পারেন: আ. লীগ জনগণের ভোটাধিকারে বিশ্বাসী: হানিফ
বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, পর্যটন এখন আর কেবল বিনোদন বা ছুটির দিনে বেড়িয়ে আসা নয়, এখন এর সঙ্গে যুক্ত হয়েছে বহুমাত্রিকতা। সেই বহুমাত্রিকতায় আমরা দেখছি, সাংস্কৃতিক পর্যটন, ধর্মীয় পর্যটন, ফুড ফেস্টিভ্যালস, কমিউনিটি ট্যুরিজম; একইসঙ্গে ইকো ট্যুরিজমও। এই ইকো ট্যুরিজমের সঙ্গে লোকজ সংস্কৃতির যোগসূত্র রয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
/এআর/এমএনএইচ/