X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রাবির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধুর মৃত্যু সাল ২০১৬!

দুলাল আব্দুল্লাহ, রাজশাহী
২৪ অক্টোবর ২০১৬, ১৯:৫১আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ২০:২৯

রাবির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধুর মৃত্যু সাল ২০১৬! রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু সাল ভুল লেখা হয়েছে। ভুলটি হয়েছে ‘বি’ ইউনিটের (আইন বিভাগ) বিজোড় রোল নম্বরধারীদের প্রশ্নপত্রে। সোমবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ওই পরীক্ষা হয়।

প্রশ্নপত্রে দেখা যায়, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের ৪১ নম্বর প্রশ্নে বঙ্গবন্ধুর মৃত্যুর তারিখ (১৫ আগস্ট) ঠিক থাকলেও সালের জায়গায় ২০১৬ উল্লেখ করা হয়েছে। সেখানে ইংরেজিতে লেখা আছে ‘15 August 2016, Bangabandhu was brutally killed’।

কর্তৃপক্ষ এটিকে অনিচ্ছাকৃত ভুল বললেও শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, যেহেতু ভর্তি পরীক্ষার আগে প্রত্যেকটা প্রশ্নপত্র যাচাই-বাছাই করা হয়। তারপরও বঙ্গবন্ধুর মৃত্যুর সাল ভুল হওয়াটা খুবই অস্বাভাবিক। এমন ভুল এড়াতে পরীক্ষা কমিটিকে আরও সতর্ক হওয়া দরকার।

রাবির আইন বিভাগের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র

রাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মতো একটি বড় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে নিয়ে এ রকম ভুল কখনই কাম্য নয়।’

আইন বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘এটা একটা প্রিন্টিং মিসটেক ছিল। এ কারণে বিভাগীয় সভাপতির নির্দেশে পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্রগুলো নিয়ে নেওয়া হয়।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থীও জানিয়েছে, তাদের প্রশ্নপত্র পরীক্ষা শেষে নিয়ে নেওয়া হয়েছে।

প্রশ্নেপত্রে ভুলের বিষয়টি স্বীকার করে আইন বিভাগের সভাপতি আবু নাসের মো. ওয়াহিদ বলেন, ‘অনিচ্ছাকৃত এমন ভুল হওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা আসলে বিষয়টির জন্য ক্ষমাপ্রার্থী।’

উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘এ বিষয়ে আমি ডিনের সঙ্গে কথা বলেছি। তিনি আমার কাছে দুঃখপ্রকাশ করেছেন। আমি তাদের সতর্ক করে দিয়েছি। পরবর্তী সময়ে এমন ভুল হবে না বলে তিনি জানিয়েছেন।’

/এআরএল/

আরও পড়ুন: 

রাজনৈতিক জীবনের সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছি: ওবায়দুল কাদের

সম্পর্কিত
সর্বশেষ খবর
মোরসালিনের ফেরার ম্যাচে ব্রাজিলিয়ানের জোড়ায় জিতলো কিংস
মোরসালিনের ফেরার ম্যাচে ব্রাজিলিয়ানের জোড়ায় জিতলো কিংস
ফার্নিচার কারখানায় ৬০০ বস্তা চিনি মজুত
ফার্নিচার কারখানায় ৬০০ বস্তা চিনি মজুত
নির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে দল থেকে বহিষ্কার
কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা