X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সোনাতলা-সারিয়াকান্দি সড়কে ধস, যোগাযোগ বিচ্ছিন্নের আশঙ্কা

বগুড়া প্রতিনিধি
১৯ জুন ২০১৭, ১০:৫০আপডেট : ১৯ জুন ২০১৭, ১০:৫৪

সোনাতলা-সারিয়াকান্দি সড়কে সোনাতলার শেখাহাতী এলাকায় ধসে পড়া রাস্তা, ছবি: বগুড়া প্রতিনিধি

বগুড়ার সোনাতলা-সারিয়াকান্দি সড়কে সোনাতলার শেখাহাতী এলাকায় ধসে গেছে। ফলে যে কোনও সময় ওই পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। যাত্রী ও পণ্যবাহী গাড়ি ঝুঁকি নিয়ে চলাচল করছে। পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। ভুক্তভোগীরা অবিলম্বে সড়কটি সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়রা জানান, সোনাতলা উপজেলার সঙ্গে হাটকরমজা-নারচী হয়ে সারিয়াকান্দি উপজেলার সঙ্গে যোগাযোগ রক্ষাকারী একমাত্র সড়কের শেখাহাতী এলাকায় আফসারের দোকানের পাশে রাস্তা ধসে গেছে। টানা বৃষ্টির প্রায় ২০ দিন আগে এ রাস্তায় ধসের সৃষ্টি হলেও এখন পর্যন্ত তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। গত দুদিনের বর্ষণে ভাঙন আরও বেড়েছে। এতে ওই সড়কে যানবাহন যোগাযোগ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। গাড়িগুলোকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

শেখাহাতী এলাকার রফিকুল ইসলাম, আবদুর রহমান, মতিউর রহমান, ট্রাক চালক রশিদুল ইসলাম, সিএনজি চালক মেহেরুল জানান, শেখহাতী রাস্তা ঠিক করতে ২০ দিনেও কোনও উদ্যোগ নেই। এ পথে প্রতিদিন শত শত যাত্রীবাহী বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল ও ভ্যান দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। এছাড়া কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে এ সড়ক ব্যবহার করে থাকেন।

তারা বলেন, অচিরে সংস্কার না করলে সোনাতলা-সারিয়াকান্দি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে। এতে সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার লোকজনকে ২০/২৫ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হবে। ফলে একদিকে ভোগান্তি অন্যদিকে সময় এবং অর্থের অপচয় করতে হবে।

এলাকাবাসী ও যানবাহনের শ্রমিকরা অবিলম্বে সড়কের ধসে যাওয়া অংশ মেরামত করতে বগুড়া-১ আসনের সংসদ সদস্য আবদুল মান্নানের হস্তক্ষেপ কামনা করেছেন।

সোনাতলা উপজেলা প্রকৌশলী সৈকত দাস জানান, শেখাহাতী এলাকায় সড়ক ধসের কোনও খবর তিনি পাননি। এরপরও খোঁজ নিয়ে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

 /এসটি/

আরও পড়ুন: সংস্কার নয়, বগুড়া মহাসড়ক পুনর্নির্মাণ করা হোক

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
নৌকার টিকিট পেলেন নায়েব আলী
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচননৌকার টিকিট পেলেন নায়েব আলী
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ