X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

লিটনকে নিয়ে ঐক্যবদ্ধ রাজশাহীর আ.লীগ

রাজশাহী প্রতিনিধি
২৪ জুন ২০১৮, ২৩:৫২আপডেট : ২৪ জুন ২০১৮, ২৩:৫৫

খায়রুজ্জামান লিটন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তাকে বিজয়ী করতে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হচ্ছে রাজশাহীর আওয়ামী লীগ। তবে প্রচার-প্রচারণায় এলাকাভিত্তিক বিতর্কিত ব্যক্তিদের ব্যাপারে ভাবতে হবে স্থানীয় আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে। এমনটাই বলছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, জাতীয় নেতা শহীদ কামারুজ্জামানের ছেলে এএইচএম খায়রুজ্জামান লিটনকে নিয়ে সংগঠনে কখনোই কোনও বিরোধ ছিল না। তবে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে অন্যান্য নেতার সঙ্গে দলীয় অনেক নেতারই বিরোধ ছিল। অনেক নেতার সঙ্গে দূরত্ব এমন কি মুখ দেখা-দেখিও বন্ধ ছিল। এদের মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক চৌধুরীর সঙ্গে সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের বিরোধ বেশ প্রকট ছিল। নেতাদের মধ্যে এই বিরোধগুলো কমিয়ে আনতে গত বৃহস্পতিবার ঢাকায় সংসদ ভবনে জেলা এমপি ও শীর্ষ নেতাদের বৈঠক হয়। ওই বৈঠকে নগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনসহ স্থানীয় এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান চঞ্চল বলেন, ‘দলের নেতাকর্মীদের মধ্যে রাগ, অভিমান, ক্ষোভ ও বিভেদ সব থাকতে পারে। তবে নৌকার বিজয়ে সবাই এক জায়গায়। লিটন ভাইয়ের পক্ষে আমাদের সবার সমর্থন রয়েছে। শুধু তাই নয়, আমরা তার জন্য এক হয়ে নির্বাচনি ময়দানে লড়াই করবো।’

রাজশাহীর স্থানীয় এমপি এবং ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, ‘বৈঠকে বসার পর পুরনো মান-অভিমান সব শেষ হয়েছে। যা দূরত্ব ছিল তার অবসান হয়েছে। লিটনকে বিজয়ী করতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো এমনই কথা-বার্তা হয়েছে।’

রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি ও এমপি ওমর ফারুক চৌধুরী বলেন, ‘আসাদের সঙ্গে আমার বিরোধ ছিল জেলা পরিষদ নির্বাচন নিয়ে। বৈঠকে তার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা সবাই বলেছি, রাজশাহী অঞ্চলে জাতীয় নির্বাচনে বিজয়ী হতে হলে আমাদের প্রথম বিজয়ের ধাপ হবে রাজশাহী সিটি নির্বাচন। এবার সিটি নির্বাচনে সংসদ সদস্যদের কাজ করার একটা অনুমতি পাওয়া যেতে পারে। এটা হলে আমরা দুয়ারে দুয়ারে গিয়ে লিটনের জন্য ভোট চাইবো। এই নির্বাচনটিকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিতে চাই। দলীয় প্রার্থীকে বিজয়ী করতেই হবে।’

রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কোনও নেতার কোনও দ্বন্দ্ব বা দূরত্ব নেই। তবে নেতাদের প্রত্যাশা পূরণের জায়গায় প্রাপ্তি-অপ্রাপ্তির ক্ষেত্রে কেউ কেউ ক্ষুব্ধ থাকতে পারেন। তবে, গত নির্বাচনে পরাজয়ের পর থেকে সেই ক্ষোভটা হালকা হয়ে গেছে। তবে, মুষ্টিমেয় কয়েকজন ক্ষোভ ধরে রাখতে পারেন। সেটাই নিরসন করার জন্য আমরা ঢাকায় বসেছিলাম। মনের দুঃখ-কষ্ট থেকে থাকলে তা দূর করে আমরা সবাই এক সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেই।’

তিনি আরও বলেন, ‘শনিবার ঢাকায় সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষোভ হতাশা ভুলে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন। আগামী ২৭ জুন রাজশাহীতে মহল্লা কমিটির নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করব। সেখানেও ক্ষোভ হতাশা দূর হবে বলে আশা করছি।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ