X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

জয়পুরহাটে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

জয়পুরহাট প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৮, ১৬:৫১আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৭:০২

প্রতারক চক্রের চার সদস্য (মাঝে) জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের দেওগ্রাম এলাকায় প্রতারক চক্রের চার সদস্যকে কৌশলে আটক করেছে র‌্যাব। বুধবার (১৭ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলো— দেওগ্রামের সামছুদ্দিনের ছেলে সাইদুর রহমান ওরফে ফেরদৌস (৩৫), সৈয়দ আলী মণ্ডলের ছেলে সুজাউল মণ্ডল (৩৮), আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে সাধন মণ্ডল (৩২) ও মৃত হাসমত আলীর ছেলে রাজ্জাক মণ্ডল (৭০)।

জয়পুরহাট র‌্যাব সুত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ডলার বিক্রির ফাঁদ পেতে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগ রয়েছে র‌্যাবের কাছে। এর ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু খায়ের র‌্যাব সদস্যদের নিয়ে ডলার ক্রেতা সেজে তাদের কাছে যান। র‌্যাব সদস্যদের কাছে ডলার বিক্রি করতে আসলে বুধবার রাত সোয়া ৮টার দিকে প্রতারক চক্রের চার সদস্যকে হাতে নাতে ধরে ফেলে র‌্যাব। পুরো ঘটনার ভিডিও চিত্রও ধারণ করেন র‌্যাব সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৩৮ ইউএস ডলারের ২৫টি নোট ও ১০০ টাকার ১০০টি জাল নোট উদ্ধার করা হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খান বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে র‌্যাব। আমরা আসামিদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।’

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের বলেন, ‘প্রাইমারি, সেকেন্ডারি ও ফাইনাল এই তিন স্তরে বিন্যস্ত হয়ে চক্রটি কম দামে ডলার বিক্রির ফাঁদে ফেলে মানুষকে প্রতারিত করছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুরো চক্রকে আটকে আমাদের টিম কাজ করছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?