X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বগুড়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরু

বগুড়া প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৯, ২১:৫৯আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২২:০২

বগুড়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বগুড়া শহরতলির নওদাপাড়া এলাকায় রবিবার সকাল থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম শুরু হয়েছে। এতে পাশের জয়পুরহাট, সিরাজগঞ্জ ও নওগাঁ জেলার বাসিন্দারাও উপকারভোগী হবেন। আগে তাদের ভিসার জন্য রাজশাহীতে যেতে হতো।

এ ভিসা সেন্টারের ইনচার্জ সুমন দাস ও সুপারভাইজার আতাউর হোসেন জানান, রবিবার সকাল ৮টায় বগুড়া ও ঠাকুরগাঁয়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে। বগুড়া কেন্দ্রে বগুড়া ছাড়াও জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলার আবেদন নেওয়া হবে। এ সেন্টারে চারটি বুথ থাকলেও আপাতত তারা দুজন এসেছেন। শিগগিরই আরও কয়েকজন এখানে যোগদান করবেন।

তারা জানান, বগুড়ার ভিসা আবেদন সেন্টারটি রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় থেকে নিয়ন্ত্রণ হবে। এখানে ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা, ব্যবসাসহ বিভিন্ন ভিসা দেওয়া হবে। রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অফিস খোলা থাকবে। দুপুর ১টা পর্যন্ত আবেদন গ্রহণ, ২টা থেকে ৩টা পর্যন্ত ভিসা ডেলিভারি এবং অবশিষ্ট সময়ে অন্যান্য কার্যক্রম চলবে। ৩ শতাংশ ট্যাক্সসহ ৮৩০ টাকা নেওয়া হচ্ছে। আবেদন ফরমের মূল্য ২০০ টাকা। এ টাকা কেন্দ্রের বাইরে ব্যাংকে জমা দিতে হয়। প্রথমদিন প্রায় ৪০টি আবেদন পড়েছে। তবে সার্ভার সমস্যার কারণে কাজে কিছুটা বিলম্ব ঘটে।

কর্মকর্তারা আরও জানান, আবেদন গ্রহণ করার পর এসব রাজশাহী অফিসে পাঠানো হবে। তারা আশা করেন, ৮ থেকে ১০ কর্মদিবসের মধ্যে ভিসা দেওয়া সম্ভব হবে। আগামী ১২ জানুয়ারি থেকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও সাতক্ষীরা জেলার সেন্টারে একই সেবা দেওয়া শুরু হবে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
হজ কার ওপর ফরজ এবং এর কী ফজিলত
হজ কার ওপর ফরজ এবং এর কী ফজিলত
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ