X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

বর্তমানে শিক্ষা প্রশাসনে দুর্নীতির ছায়া পড়েছে: বাদশা

রাবি প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৪

বর্তমানে শিক্ষা প্রশাসনে দুর্নীতির ছায়া পড়েছে: বাদশা রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, ‘২০৪০ সালে বাংলাদেশ উন্নত বিশ্বের অংশীদার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্য অপরিহার্য হচ্ছে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। কিন্তু বিশ্ববিদ্যালয়, কলেজ এবং মাধ্যমিক স্কুলগুলোর বর্তমান অবস্থা নিয়ে আমরা উদ্বিগ্ন। শিক্ষা প্রশাসনে দুর্নীতির ছায়া পড়েছে। এখান থেকে রক্ষা করতে না পারলে আমরা উন্নত বিশ্বের অংশ হতে পারবো না।’
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শহীদ ড. শামসুজ্জোহার ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জোহা দিবসকে জাতীয়ভাবে স্বীকৃতির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘দীর্ঘদিন ধরে আজকের এই দিনটি জাতীয়ভাবে শিক্ষক দিবস ঘোষণার দাবি জানানো হচ্ছে। এ নিয়ে পার্লামেন্টে কথা হয়েছে, কিন্তু আজও স্বীকৃতি মিলেনি। আমরা চাই এই দিনটিকে জাতীয় শিক্ষা ও শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা হোক।’ এ সময় তিনি ১৮ ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে উত্থাপনের আশ্বাস দেন।
এক দার্শনিকের উদ্ধৃতি দিয়ে রাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘কেউ যদি এক বছরের পরিকল্পনা করতে চায়, তবে সে যেন ধান চাষ করে। কেউ যদি ১০ বছরের পরিকল্পনা করে তবে সে যেন গাছ লাগায় এবং কেউ যদি ১০০ বছরের পরিকল্পনা করতে চায় তবে সে যেন তার সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করে। তাই আমাদের সন্তানদেরও সেই সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে।’
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। পরে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ড. জোহার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে ওয়ার্কাস পার্টির রাজশাহী মহানগর সভাপতি লিয়াকত আলী লিকু দলীয় নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান। এ সময় ওয়ার্কার্স পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
পোশাক রফতানি থেকে এলো ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার
পোশাক রফতানি থেকে এলো ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৬
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৬
চট্টগ্রাম ডিআইজি অফিসের সামনে বিক্ষোভ, পটিয়ায় অবরোধকারীদের সঙ্গে কথা বলছে সেনাবাহিনী
চট্টগ্রাম ডিআইজি অফিসের সামনে বিক্ষোভ, পটিয়ায় অবরোধকারীদের সঙ্গে কথা বলছে সেনাবাহিনী
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি