X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

রাবিতে চাকরি প্রত্যাশীদের আন্দোলন আজ দুপুর ১২টা পর্যন্ত স্থগিত

রাবি প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২১, ০২:৪৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ০২:৪৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরির দাবিতে আন্দোলনরত সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীরা উপাচার্যের সঙ্গে বৈঠকের আগপর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশসানের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক শেষে তারা জানান, বৈঠক ফলপ্রসূ হয়নি। বুধবার (১৩ জানুয়ারি) ১২টায় উপাচার্যের সঙ্গে তারা বৈঠক করবেন। তার আগ পর্যন্ত আন্দোলন স্থগিত থাকবে।

এর আগে মঙ্গলবার সকাল থেকে ছাত্রলীগের সাবেক-বর্তমান অর্ধশতাধিক নেতাকর্মী দুই প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন। এতে প্রশাসন ভবন দুটিতে কোনও কর্মকর্তা-কর্মচারী ঢুকতে পারেননি। দুপুর ১২টার দিকে উপ-উপচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রশাসন ভবনে প্রবেশ করেন।

পরে আন্দোলনকারীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল প্রশাসন ভবনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। দুপুর আড়াইটার দিকে আলোচনা শেষে সবাই প্রশাসন ভবন থেকে বেরিয়ে আসেন। আন্দোলনকারীরা জানান, তাদের আলোচনা ফলপ্রসূ হয়নি।  বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের মৃত্যুর কারণে ২৪ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা চাকরির দাবিতে আন্দোলন করছে। অন্যদিকে, আন্দোলনকারী ছাত্রলীগ নেতাকর্মীরা বলছেন, চাকরি জন্য নয়; রাজশাহী বিশ্ববিদ্যালয় ৭৩ এর অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হচ্ছে না। এতে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ফিরিয়ে আনতে আন্দোলন করছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া ছয় সদস্যের একজন ইলিয়াস হোসেন। বৈঠক থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা চাকরির জন্য আন্দোলন করছি না। আমরা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ শিক্ষার্থী। আমরা চাই, ১৯৭৩ সালের অ্যাক্ট সমুন্নত থাকুক। উপাচার্য পারলে অ্যাক্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয় চালাবেন, না পারলে চলে যাবেন। আমাদের আলোচনা ফলপ্রসূ হয়নি। আগামীকাল উপাচার্য স্যারের সঙ্গে বসবো।’

অন্যদিকে বৈঠকে আলোচনার বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম বলেন, ‘তারা আমাদের বলছে, “আমরা ছাত্র ছিলাম, বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছি। কিন্তু আমাদের চাকরি কেন হচ্ছে না?” রেজিস্ট্রার আরও বলেন, ‘তারা হয়তো চাকরিপ্রত্যাশী। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মানে তো সরকারের নির্দেশ। এটা তো মানতে হবে। যতদিন এটার সুরাহা না হচ্ছে, ততদিন বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রক্রিয়া বন্ধ থাকবে।’

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশ ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। এর ভেতরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সুপারিশে গত সোমবার দুপুরে রেজিস্ট্রার দফতরে জামাল উদ্দিন নামে একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি অ্যাডহকে নিয়োগ পান। বিষয়টি জানতে পারে সোমবার রাত থেকে উপাচার্যের বাসভবন ও প্রশাসন ভবনের গেটে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন চাকরিপ্রত্যাশী ছাত্রলীগ নেতাকর্মীরা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার