X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ: ২০ বছরে দুই গ্রুপের ৮ খুন

বগুড়া প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৪

বগুড়ায় শাজাহানপুরের ফুলতলা এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধকে কেন্দ্র করে আমিনুর রহমান শাহীন ও মজনু প্রামাণিক গ্রুপের মধ্যে গত ২০ বছর ধরে বিরোধ লেগে আছে। এই বিরোধে তারা দুজনসহ উভয়পক্ষের ৮ জন হত্যার শিকার হয়েছেন। সর্বশেষ সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকালে হামলার শিকার হন শাহীন গ্রুপের ফোরকান আলী (৩২)। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ার) সকালে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ফুলতলা ও ফুলদীঘি এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, টেন্ডারবাজির নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন দলের যুব সংগঠনের সাবেক নেতা আমিনুর রহমান শাহীন ও মজনু প্রামাণিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। পরে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হলে দু’জন আলাদা গ্রুপ তৈরি করেন। কোন্দলের জেরে ২০০০ সালের ফেব্রুয়ারিতে শাহীনের হাতে খুন হন মজনুর বাবা শুকুর আলী প্রামাণিক। প্রতিশোধ হিসেবে মজনু গ্রুপের লোকজন ফুলদীঘি এলাকায় হটিকালচার সেন্টারে শাহীনকে হত্যা করে। পরে নিহত শাহীন গ্রুপের হাতে খুন হন মজনুর ভাতিজা শামীম আহম্মেদ বুশ। একই বাহিনীর হাতে একটি বাড়ির ভেতরে খুন হন মজনু প্রামাণিক ও তার আরেক ভাতিজা নাহিদ প্রামাণিক।

এর রেশ কাটতে না কাটতেই বাড়ির অদূরে খুন হন মজনুর ভাই রঞ্জু প্রামাণিক। এই হত্যাকাণ্ডের মধ্যে দুটি মামলার আসামি ফোরকান আলী। এছাড়া মজনু গ্রুপের হাতে খুন হন শাহীন গ্রুপের অন্যতম সদস্য এনামুল হক আকুল। এরপর শাহীন বাহিনী এলাকা থেকে বিতাড়িত হয়। এলাকায় আধিপত্য বিস্তার করতে নিহত শাহীন গ্রপের সদস্যরা এলাকায় প্রবেশ করার চেষ্টা অব্যাহত রাখেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার নিহত ফোরকান আলী শাজাহানপুর উপজেলার ফুলতলা বাজার এলাকার মৃত মুক্তিযোদ্ধা আবদুস সাত্তারের ছেলে। তার বিরুদ্ধে দুটি হত্যা, একটি চাঁদাবাজীসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি ওই এলাকায় নিহত সন্ত্রাসী শাহীন বাহিনীর অন্যতম সদস্য। সরাসরি রাজনীতি না করলেও ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের মিছিল ও সভায় তাকে দেখা যায়। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ফুলতলা বাজার এলাকায় ফোরকানের সঙ্গে পূর্বশত্রুতা ও বালু ব্যবসা নিয়ে তার নিহত সন্ত্রাসী রঞ্জু প্রামাণিকের ছেলে সুমন প্রামাণিক ও আত্মীয় মানিকের বাকবিতণ্ডা হয়। তখন ফোরকান ক্ষিপ্ত হয়ে মানিককে মারধর করেন। পরে সুমন, মানিক ও তার লোকজন ফুলতলা বাজার এলাকায় ধারালো অস্ত্র দিয়ে ফোরকানের মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।

নিহত ফোরকানের মা শাহানা বেওয়া জানান, তার ছেলে দুপুরে ভাত খেয়ে বাড়ি থেকে বের হয়। প্রতিপক্ষ মজনুর লোকজন তাকে রাস্তা থেকে ধরে নিয়ে কুপিয়ে জখম করেছে। তিনি তার ছেলের ওপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে ফোরকান খুন হওয়ার পর শাহীন গ্রুপের সদস্যরা উত্তেজিত হয়ে উঠেছেন। তারা প্রতিশোধ নিতে যেকোনও সময় হত্যাকারীদের বাড়িঘরে হামলা বা খুনের বদলে খুন করতে পারেন। পুলিশ মোতায়েন থাকলেও এলাকার পরিস্থিতি থমথমে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ফোরকানকে কুপিয়েছিল। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে; পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এ ব্যাপারে মামলাও হয়নি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ