X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

পানি ও বিদ্যুৎ সুবিধা নেই উপহারের ঘরে

বগুড়া প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২১, ২০:২৮আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২০:২৮

‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন, বগুড়ার আদমদীঘি উপজেলার ১শ’ অসহায় ভূমি ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রীর উদ্বোধনের তিন মাস পেরিয়ে গেলেও পানি ও বিদ্যুতের অভাবে সেখানে বসবাস শুরু করতে পারেননি অনেক সুবিধাভোগীরা। তারা এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১শ’ পরিবার মাথাগোঁজার ঠাঁই পেয়েছেন।

পাঁচটি ইউনিয়নের মধ্যে সান্তাহারে বরাদ্দ হয়েছে ১৪টি। পানি, বিদ্যুৎ ও অন্যান্য সুবিধার অভাবে সুবিধাভোগীরা সেখানে ঠিকমতো বসবাস করতে পারছেন না। সান্তাহার ইউনিয়নের ঘরগুলো নির্মাণ করা হয়েছে, তারাপুর রেলগেট সংলগ্ন ছাতনী মাঠের ফসলি জমিতে। জমির সরু আইল (রাস্তা) অতিক্রম করে এসব ঘরে যেতে হয়। চারদিকে ফসলি জমির কারণে ঘরের চারপাশ ও আঙিনা সবসময় স্যাঁতস্যাঁতে থাকছে। সেখানে নেই কোনও আলো বা পানির ব্যবস্থা। এ কারণে এখনও অধিকাংশ ঘরে ঝুলছে তালা। আর যারা ইতোমধ্যে এসব ঘরে উঠেছেন তারা অনেকটা নিরূপায় হয়েই থাকছেন।

বগুড়ায় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরে লাগেনি বিদ্যুৎ সংযোগ, নেই সুপেয় পানির ব্যবস্থা।

দমদমা গ্রামের সুবিধাভোগী তারা বানু নতুন ঠিকানা পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, জমির কাগজপত্র ও ঘরের চাবি পেয়েছি। ঘরেও উঠেছি। কিন্তু খাবার, গোসল ও রান্নার জন্য পানি আনতে হচ্ছে অনেক দূর থেকে। এছাড়া ঘরে এখনও বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় রাতে অন্ধকারে থাকতে হচ্ছে। রাস্তা সরু হওয়ায় যাতায়াতে কষ্ট হয়। এসব সমস্যার কথা চেয়ারম্যানকে জানিয়েছি। তিনি সমাধানের আশ্বাসও দিয়েছেন।

একই অভিযোগ জানিয়েছেন অন্যান্য সুবিধাভোগীরা।

এ প্রসঙ্গে সান্তাহার ইউনিয়নের চেয়ারম্যান এরশাদুল হক টুলু জানান, প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে কাজ শুরু হয়েছে। পানির জন্য শিগগিরই সাবমারসিবল পাম্প বসানো হবে। এছাড়া ঘরে যেতে সরু রাস্তা চলাচলের উপযোগী করে সম্প্রসারণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে সুবিধাভোগীর মাঝে ঘরের চাবি বুঝে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কেউ এসব ঘরে থাকতে অনীহা প্রকাশ করেননি।

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন জানান, জেলা প্রশাসকের সার্বিক দিক নির্দেশনায় প্রত্যেক সুবিধাভোগীর নামে দুই শতাংশ খাস জমি বন্দোবস্ত, কবুলিয়ত জমির দলিল রেজিস্ট্রেশন, নামজারি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে সনদসহ সব কাজ সম্পন্ন ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। তারপরও যদি ছোট খাটো কোনও সমস্যা থাকে সেগুলো শিগগিরই সমাধান করা হবে।

/টিএন/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
বরগুনায় ডেঙ্গু আক্রান্ত আরও ২ জনের মৃত্যু
বরগুনায় ডেঙ্গু আক্রান্ত আরও ২ জনের মৃত্যু
কোনও কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
কোনও কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
খুলনায় অসুস্থ নারীর পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’ কর্মীরা
খুলনায় অসুস্থ নারীর পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’ কর্মীরা
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে