X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

৯ টিকটক নির্মাতা আটক

রাজশাহী প্রতিনিধি
০২ জুন ২০২১, ১৬:২০আপডেট : ০২ জুন ২০২১, ১৭:২০

টিকটক ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে তরুণ-তরুণীদের বিপথগামী করার অপরাধে নয় জনকে আটক করেছে রাজশাহী নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১ জুন) সন্ধ্যা থেকে বিশেষ অভিযান চালিয়ে নগরীর পদ্মা গার্ডেন, ভদ্রা পার্ক, জিয়া পার্ক ও বিমান চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

বুধবার দুপুরে এ বিষয়ে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, ‘আটকদের মধ্যে তিন জন মেয়ে রয়েছে। টিকটকাররা দরিদ্র পরিবারের মেয়েদের প্রলোভন দেখিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে দিতো। তাদের শক্তিশালী গ্রুপ রয়েছে, যারা প্রলোভন দেখিয়ে ভিডিও বানিয়ে দেশের বাইরেও মেয়েদের পাচারের চেষ্টা করছে।’

আটক মেয়েদের যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হবে। আর যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কমিশনার।

গ্রেফতার মেয়েদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের বয়স ১৬ থেকে ১৭-এর মধ্যে। তারা নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। তাদের মধ্যে একজনের ১৬ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। সে ভারতে টিকটক ভিডিও বানাতে যাওয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছিল।

রাজশাহী পুলিশ কমিশনার বলেন, ‘একটি চক্র ছোট ছোট ছেলে-মেয়েদের এ বিষয়ে আসক্ত করছে। তাদের ভিডিও ধারণ করছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে কিছু উপার্জন করছে। তারা মেয়েদের দেশের বাইরে নিয়ে যাওয়াসহ নায়িকা বানানোর প্রলোভন দেখাচ্ছে। এ চক্রটি আর্থিকভাবে অসচ্ছল মেয়েদের টার্গেট করে। রাজশাহীর প্রায় ৫০০ ছেলেমেয়ে টিকটক ভিডিওর সঙ্গে জড়িত আছে। তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে। যে ছেলেগুলো মেয়েদের প্রলোভন দেখিয়ে এসব কাজে লিপ্ত করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে যারা অপ্রাপ্তবয়স্ক তাদের সংশোধনাগারে পাঠানো হবে। আর প্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে মামলা হবে। ডিজিটাল নিরাপত্তা আইনেও তাদের বিরুদ্ধে মামলা হতে পারে। সুতরাং যারা এ পথে পা বাড়িয়েছে তারা এখান থেকে সরে আসুক। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
বাগদাদে ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা
বাংলাদেশের ৭৫ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
টিকটক নিষিদ্ধ হলে লাভবান হবে ফেসবুক: ট্রাম্প
সর্বশেষ খবর
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড