X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

এক লাথির প্রতিশোধে নৃশংস খুন

নাটোর প্রতিনিধি
৩০ আগস্ট ২০২১, ১৯:০৫আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৯:০৫

সাত মাস আগে এলাকার এক তরুণীকে উত্যক্ত করার অপরাধে এক বখাটেকে ধাওয়া দেয় স্থানীয়রা। ওই ঘটনার সময় তরুণীর প্রতিবেশী নৌকার মাঝি আরজু ওই উত্যক্তকারীকে লাথি মারেন। সেই লাথির জেরে নৃশংস খুনের শিকার হন নাটোরের ওই মাঝি। গুরুদাসপুরের বিলসা বিলের পানি থেকে তার লাশ উদ্ধারের দুই দিন পর উন্মোচন হয়েছে এ হত্যার রহস্য। ইতোমধ্যেই গ্রেফতার হয়েছে বায়েজিদ বোস্তামী (১৮) নামের এক খুনি। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এ হত্যাকাণ্ডের রোমহর্ষক ঘটনা। গ্রেফতার বায়েজিদ গুরুদাসপুর উপজেলার বলিহরিবাড়ি এলাকার নাসির বোস্তামীর ছেলে।

সোমবার (৩০ আগস্ট) দুপুরে প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, ‘‘লাথি দেওয়ার ঘটনার প্রতিশোধ নিতে বায়েজিদকে দিয়ে চলনবিলের তিশিখালী মাজারে যাওয়ার কথা বলে ৭০০ টাকায় খুনিরা ভাড়া করে নিহত মাঝির নৌকা। সিংড়া থানার বিলদহর বাজার থেকে ওই নৌকায় ওঠে বায়েজিদ হরদমা প্রাইমারি স্কুলের পাশে যায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী  হরদমা থেকে বায়েজিদের দুই বন্ধু নৌকায় ওঠে। সেই সময় বৃষ্টি হচ্ছিল। আরজু দুইজনকে দেখেই ঘাবড়ে গিয়ে বলেন, ‘তোরা এখানে কেন?’ তখন দুই বন্ধু বলে, ‘আমরা সারারাত পিকনিক করব। আমরাই তো নৌকা ঠিক করেছি। নৌকা ছাড়।’ নৌকা হরদমা হয়ে মাঝ বিলে পৌঁছা মাত্রই পরিকল্পনা অনুযায়ী ওই দুই বন্ধু বলে, ‘ইঞ্জিন বন্ধ কর।’ কচুরিপানার সঙ্গে নৌকা লাগিয়ে তারা সেখানে গল্প করতে থাকে। এই সময় তিন বন্ধু নৌকায় বসে গাঁজা সেবন করে। একপর্যায়ে তারা মাঝি আরজুকে বসায়। দুই বন্ধুর একজন গলা অপর জন পা ধরে বায়েজিদকে নৌকা বাঁধার রশি খুলে আনতে বলে। এরপর মাঝির দুই পা ও হাত বাঁধে।’’

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘‘এরপর এক খুনি মাঝিকে বলে, ‘তোর জীবনের দাম কত? তুই না অনেক শক্তিশালী? তুই আমাকে তোর বাড়ির কাছে পেয়ে লাথি মেরেছিলি, মনে পড়ে সেই কথা!’ তখন ওই মাঝি দুই খুনির পায়ের কাছে মাথা দিয়ে হাউমাউ করে কেঁদে বলে, ‘আমাকে মাফ করে দাও। আমার আট মাস বয়সী শিশু বাচ্চা আছে। তোমাদের সঙ্গে আমারতো কোনও বিরোধ নেই। আমি নৌকা চালিয়ে কোনোরকমে জীবন চালাই।’ খুনিরা তখন বলে, ‘আমাদেরকে ১০ হাজার টাকা দে তাহলে তোকে মারবো না।’ মাঝি আরজু তাদের কথামতো  এক প্রতিবেশীর মোবাইল ফোনে কল করে টাকা চায় এবং বলে, ‘আমি বড় বিপদে আছি। আমাকে ১০ হাজার টাকা পাঠাও।’ কিন্তু টাকা না পাঠানোয় দুই খুনি বলে, ‘শালার জীবনের কোনও দাম নেই, শেষ করে দে।’ তখন এক খুনি সঙ্গে থাকা চাইনিজ কুড়াল দিয়ে মাঝি মাঝির মাথার পেছনে উপর্যুপরি ৩/৪টি আঘাত করে। মাঝির শরীর নিস্তেজ হয়ে এলে তারা পায়ের বাঁধন খুলে জীবিত দেহ বিলের পানিতে ফেলে দেয়। এরপর এক খুনি নৌকা চালু করে আর একজন হাল ধরে নৌকা হরদমা গোরস্থানের পাশে আনে। এরপর তারা সেখানে নৌকা রেখে নেমে চলে যায়।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকাল থেকে ওই মাঝি নিখোঁজ ছিল। এর পরদিন শুক্রবার (২৭ আগস্ট) নৌকাটি পাওয়া যায়। এরপর ২৮ আগস্ট মরদেহ উদ্ধারের পর তদন্তে নামে পুলিশ। রবিবার (২৯ আগস্ট) মধ্যরাতে বায়েজিদকে গ্রেফতার করে পুলিশ। অপর দুই খুনিকে ধরতে পুলিশের অভিযান চলছে দাবি করেন এসপি লিটন কুমার সাহা।

/এফআর/
সম্পর্কিত
অটোরিকশাচালককে হত্যার পর বস্তায় ভরে খালে ফেলে দিয়েছিল তারা: পুলিশ
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করে সৌদিপ্রবাসী প্রেমিকা
সর্বশেষ খবর
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী