X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রাসায়নিক কারখানায় ‘শ্বাসকষ্টে’ নারীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
২০ অক্টোবর ২০২১, ২২:১২আপডেট : ২০ অক্টোবর ২০২১, ২২:১৫

বগুড়ার শেরপুরের মির্জাপুর এলাকায় এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বুধবার (২০ অক্টোবর) বিকালে ঝর্ণা বেগম ওরফে আশেয়া বেগম (৪৮) নামের এক রান্না সহকারীর শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানাতে পারেননি।

রাতে বিষয়টি প্রচার হওয়ার পর শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজের মালিকানাধীন কারখানার ডরমিটরিতে ওই নারী রান্নার কাজ করতেন। লাশ মর্গে পাঠানো হবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি গ্রামের সোলায়মান আলীর স্ত্রী ঝর্ণা বেগম মির্জাপুর এলাকার ওই কারখানায় রান্নার কাজ করতেন। বিকালে রান্না করার সময় হঠাৎ শ্বাসকষ্ট হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে তাকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর অভিযোগ, কারখানা থেকে নিঃসৃত বিষাক্ত গ্যাসে তিনি মারা গেছেন। ওই ঘটনায় আরও ২-৩ জন অসুস্থ হলেও তাদের কথা স্বীকার করা হচ্ছে না। তাদের গোপনে অন্যত্র চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি শহিদুল ইসলাম আরও জানান, ঝর্ণার মৃত্যুর প্রকৃত কারণ চিকিৎসকও বলতে পারেননি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। তবে আরও কেউ অসুস্থ হয়েছেন কি-না সে বিষয়ে খোঁজ নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু
মহিলা দলের নেত্রী আসমা আজিজের বাবা মারা গেছেন
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার