X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সাবেক প্রেমিকার সামনে বুকে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২১, ১৭:২১আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৭:৪৮

রাজশাহীতে সাবেক প্রেমিকার সামনে বুকে ছুরি চালিয়ে এক যুবক ‘আত্মহত্যা’ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (০৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর লক্ষ্মীপুর এলাকার মাস্টারশেফ বাংলা রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম বুলবুল আহমেদ (২৬)। তিনি পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং রাজশাহী কলেজের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় যুবকের সাবেক প্রেমিকা ও বান্ধবীকে হেফাজতে নিয়েছে পুলিশ। একই এলাকার এক সন্তানের জননী তার সাবেক প্রেমিকা।

পুলিশ জানায়, বান্ধবীর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার দুপুরে মাস্টারসেফ রেস্তোরাঁয় যান বুলবুলের সাবেক প্রেমিকা। সেখানে যান বুলবুলও। বুলবুল তাকে বিয়ের কথা বললে বাগবিতণ্ডায় জড়ান প্রেমিকা। একপর্যায়ে নিজের বুকে ছুরি চালান এবং বিষপান করেন। এ সময় অন্যদের সহযোগিতায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা। সেখানে বুলবুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘ওই তরুণীর সঙ্গে বুলবুলের প্রেম ছিল। পরে অন্যত্র বিয়ে হয়ে যায়। সেখানে তার একটি সন্তানও হয়। বিয়ের পরও বুলবুল বিয়ের জন্য চাপ দিতো। আজও বিয়ের জন্য চাপ দিলে বাগবিতণ্ডা শুরু হয়। এরপর নিজেকে ছুরিকাঘাত করেন বুলবুল। তার ব্যাগে একটি শাড়ি ও চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা আছে, ‘মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না।’ 

ওসি আরও বলেন, এ ঘটনায় তার প্রেমিকা ও বান্ধবীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। লাশের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
আজ মধ্যরাত থেকে আগামী ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ
আজ মধ্যরাত থেকে আগামী ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ
জম্মু ও কাশ্মীরে জোড়া হামলা, নিহত ১, দম্পতি আহত
জম্মু ও কাশ্মীরে জোড়া হামলা, নিহত ১, দম্পতি আহত
মিরপুরে অটোরিকশা বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভ
মিরপুরে অটোরিকশা বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভ
১১ বছর পর এভারেস্ট ছুঁলেন আরেক বাংলাদেশি
১১ বছর পর এভারেস্ট ছুঁলেন আরেক বাংলাদেশি
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক