X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

পাবনার আদালত চত্বরে সন্ত্রাসীদের হামলায় ৫ আইনজীবী আহত 

পাবনা প্রতিনিধি 
২৬ জানুয়ারি ২০২২, ২২:০৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ২২:০৮

সাক্ষী অপহরণকে কেন্দ্র করে পাবনায় আইনজীবীদের ওপর হামলা চালিয়ে মারধর করেছে সন্ত্রাসীরা। এতে পাঁচ আইনজীবী আহত হয়েছেন। বুধবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে কোর্ট চত্বরে এ ঘটনা ঘটে। আহতরা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এদিকে, আইনজীবীদের ধাওয়ায় সন্ত্রাসীরা অবস্থা বেগতিক ভেবে দৌড়ে গিয়ে পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধানের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেয়। মুহূর্তের মধ্যে পৌরসভার প্রধান গেট বন্ধ করে দেয়। এ সময় বিপুল সংখ্যক আইনজীবী পৌরসভার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ গিয়ে আশ্বাস দিলে তারা  বিক্ষোভ তুলে নেন।

হামলায় আহত আইনজীবীরা হলেন- সাদিক ফয়সাল, রিজভী শাওন, সানি ইসনাইন রিজভী প্লাবন, রাশেদুজ্জামান ও আরিফুজ্জামান।

আহতদের মধ্য অ্যাডভোকেট সানি ইসনাইন রিজভী প্লাবন অভিযোগ করে বলেন, ‘দুপুরে সাক্ষী অপহরণের জেরে সন্ত্রাসীরা আইনজীবীদের ওপর হামলা চালায়। ধাওয়া দিলে পৌরসভার কার্যালয়ে দৌড়ে পালালে পৌর কার্যালয়ের ভেতরে আমাদের মারধর করা হয়। পৌর কর্তৃপক্ষের কেউ আমাদের সহযোগিতা করেনি।’

আহত আইনজীবীদের অভিযোগ, বৃহস্পতিবার আইনজীবী সমিতির নির্বাচন। বুধবার দুপুরে কোর্ট চত্বর থেকে সাক্ষী অপহরণে বাধা দেওয়া হয়। পরে ভোট চাইতে শতাধিক আওয়ামীপন্থি আইনজীবী বের হন। কোর্ট থেকে পৌরসভার সামনে গেলে অতর্কিতভাবে কৃষ্ণপুর-গোবিন্দা মহল্লার জনিসহ তিন যুবক তাদের ওপর হামলা চালান। এ সময় তাদের প্রতিহত করতে পাল্টা ধাওয়া দিলে ওই তিন জন কৌশলে পৌরসভার দোতলায় মেয়রের কক্ষে প্রবেশ করেন। আইনজীবীরা সেখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্রসহ মারধর করে। পৌর কর্তৃপক্ষ মুহূর্তের মধ্যে পৌরসভার প্রধান গেট বন্ধ করে দিয়ে সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়।

এ বিষয়ে পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান বলেন, ‘কোর্ট চত্বর থেকে ধাওয়া খেয়ে কয়েকজন লোক পৌরসভা চত্বরে এসে অন্য মানুষের মধ্যে মিশে যায়। এ সময় হট্টগোল দেখা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দায়িত্বরত পৌর কর্মীরা গেট বন্ধ করে দেয়। আমি তাদের কাউকে চিনতে পারিনি।’

পাবন সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তদের মধ্যে একজনের নাম-পরিচয় পাওয়া গেছে। বাকিদের শনাক্তসহ আটক করতে অভিযান চলছে। আইনজীবীদের অভিযোগ পাইনি। পেলে মামলা হিসেবে লিপিবদ্ধ করা হবে।’

পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু ও সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, ‘আইনজীবীদের ওপর হামলা ঘটনাটি দুঃখজনক। দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আইনজীবী পরিষদের পক্ষ থেকে একজন বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।’

/এফআর/
সম্পর্কিত
পাটগ্রাম থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নিয়েছে বিএনপির নেতারা
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
ভারতবিরোধী কনটেন্ট করায় ক্রিয়েটরের বাড়িতে হামলার অভিযোগ
সর্বশেষ খবর
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি