X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পাবনার আদালত চত্বরে সন্ত্রাসীদের হামলায় ৫ আইনজীবী আহত 

পাবনা প্রতিনিধি 
২৬ জানুয়ারি ২০২২, ২২:০৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ২২:০৮

সাক্ষী অপহরণকে কেন্দ্র করে পাবনায় আইনজীবীদের ওপর হামলা চালিয়ে মারধর করেছে সন্ত্রাসীরা। এতে পাঁচ আইনজীবী আহত হয়েছেন। বুধবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে কোর্ট চত্বরে এ ঘটনা ঘটে। আহতরা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এদিকে, আইনজীবীদের ধাওয়ায় সন্ত্রাসীরা অবস্থা বেগতিক ভেবে দৌড়ে গিয়ে পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধানের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেয়। মুহূর্তের মধ্যে পৌরসভার প্রধান গেট বন্ধ করে দেয়। এ সময় বিপুল সংখ্যক আইনজীবী পৌরসভার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ গিয়ে আশ্বাস দিলে তারা  বিক্ষোভ তুলে নেন।

হামলায় আহত আইনজীবীরা হলেন- সাদিক ফয়সাল, রিজভী শাওন, সানি ইসনাইন রিজভী প্লাবন, রাশেদুজ্জামান ও আরিফুজ্জামান।

আহতদের মধ্য অ্যাডভোকেট সানি ইসনাইন রিজভী প্লাবন অভিযোগ করে বলেন, ‘দুপুরে সাক্ষী অপহরণের জেরে সন্ত্রাসীরা আইনজীবীদের ওপর হামলা চালায়। ধাওয়া দিলে পৌরসভার কার্যালয়ে দৌড়ে পালালে পৌর কার্যালয়ের ভেতরে আমাদের মারধর করা হয়। পৌর কর্তৃপক্ষের কেউ আমাদের সহযোগিতা করেনি।’

আহত আইনজীবীদের অভিযোগ, বৃহস্পতিবার আইনজীবী সমিতির নির্বাচন। বুধবার দুপুরে কোর্ট চত্বর থেকে সাক্ষী অপহরণে বাধা দেওয়া হয়। পরে ভোট চাইতে শতাধিক আওয়ামীপন্থি আইনজীবী বের হন। কোর্ট থেকে পৌরসভার সামনে গেলে অতর্কিতভাবে কৃষ্ণপুর-গোবিন্দা মহল্লার জনিসহ তিন যুবক তাদের ওপর হামলা চালান। এ সময় তাদের প্রতিহত করতে পাল্টা ধাওয়া দিলে ওই তিন জন কৌশলে পৌরসভার দোতলায় মেয়রের কক্ষে প্রবেশ করেন। আইনজীবীরা সেখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্রসহ মারধর করে। পৌর কর্তৃপক্ষ মুহূর্তের মধ্যে পৌরসভার প্রধান গেট বন্ধ করে দিয়ে সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়।

এ বিষয়ে পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান বলেন, ‘কোর্ট চত্বর থেকে ধাওয়া খেয়ে কয়েকজন লোক পৌরসভা চত্বরে এসে অন্য মানুষের মধ্যে মিশে যায়। এ সময় হট্টগোল দেখা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দায়িত্বরত পৌর কর্মীরা গেট বন্ধ করে দেয়। আমি তাদের কাউকে চিনতে পারিনি।’

পাবন সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তদের মধ্যে একজনের নাম-পরিচয় পাওয়া গেছে। বাকিদের শনাক্তসহ আটক করতে অভিযান চলছে। আইনজীবীদের অভিযোগ পাইনি। পেলে মামলা হিসেবে লিপিবদ্ধ করা হবে।’

পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু ও সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, ‘আইনজীবীদের ওপর হামলা ঘটনাটি দুঃখজনক। দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আইনজীবী পরিষদের পক্ষ থেকে একজন বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।’

/এফআর/
সম্পর্কিত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
মস্কো হামলার সন্দেহভাজনদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে
রাশিয়ার পর এবার ফ্রান্সে সন্ত্রাসী হামলার সর্বোচ্চ সতর্কতা
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!