X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

রাজশাহীতে সন্ধ্যার পর বন্ধ থাকবে দোকান-বিপণিবিতান

রাজশাহী প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২২, ২৩:১৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২৩:১৮

রাজশাহীতে হঠাৎ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যার পর বাইরে জনসমাগম রোধে দোকাপাট, বিপণিবিতান ও কমিউনিটি সেন্টার বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে মাইকিং করে সেটি জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার থেকে তা কার্যকর হবে। এ নিয়ে শনিবার গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে বলে জেলা প্রশাসক আব্দুল জলিল জানিয়েছেন।

জানা গেছে, গত কয়েকদিন থেকে রাজশাহীতে সংক্রমণের হার ৬০ শতাংশের ওপরে। শুক্রবার এই হার ছিল ৬৩ শতাংশেরও বেশি। এর আগের দিন বৃহস্পতিবার তা ৭৫ শতাংশে পৌঁছায়। সংক্রমণের উচ্চ হারের কারণে রাজশাহী জেলা দেশের মধ্যে রেড জোনে রয়েছে। এমন পরিস্থিতিতে করোনা নিয়ন্ত্রণে আনতে জনগণকে অপ্রয়োজনে বাড়ির বাইরে যেতে নিরুৎসাহিত করতে জেলার করোনা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় মাইকিং করা হয়েছে। সেখানে বলা হয়েছে, করোনা সংক্রমণ রোধে শনিবার থেকে সন্ধ্যার পর দোকানপাট, শপিংমল ও কমিউনিটি সেন্টার বন্ধ রাখতে হবে। একইসঙ্গে অপ্রয়োজনে বাড়ির বাইরে যেতেও নিরুৎসাহিত করা হয় মাইকিংয়ে। জনস্বার্থে এই সংক্রান্ত আদেশ সবাইকে মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এ ছাড়াও এসব নির্দেশ কার্যকরে রাজশাহী মেট্রোপলিটনের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানা ও ফাঁড়িগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, রাজশাহী জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। কারও একার পক্ষে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এই মুহূর্তে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। শনিবার থেকে সন্ধ্যার পর থেকে বিশেষ করে ৮টার পর দোকানপাট, বিপণিবিতান, শপিংমল ও কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে।

তিনি জানান, জাতীয় সিদ্ধান্তের সাথে সঙ্গতি রেখে রাজশাহী জেলার করোনা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। শনিবার গণবিজ্ঞপ্তি আকারে তা প্রকাশ করা হবে। জনস্বার্থে স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্ত অনুসারে কাজ করবে। বিনোদন কেন্দ্রগুলো ও হাট-বাজার পর্যবেক্ষণে রাখা হবে। অহেতুক কোথাও জনসমাগম বা আড্ডা প্রতিরোধে মাঠ পর্যায়ে তদারকি বৃদ্ধি করা হবে।

/এফআর/
সম্পর্কিত
আরও ৮ জনের করোনা শনাক্ত
চট্টগ্রামে আরও ৬ জনের শরীরে করোনা শনাক্ত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!