সিরাজগঞ্জে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে শুকুর আলী (৬০) নামে এক ব্যক্তিকে বিবস্ত্র করে বাস থেকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ মে) রাত ১১টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী বনলতা এন্টারপ্রাইজের বাস থেকে তাকে ফেলে দেওয়া হয়।
শুকুর আলী বগুড়া জেলা সদরের চক সূত্রাপুর গ্রামের বাসিন্দা। তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৪ মে) দুপুরে শুকুর আলী বলেন, ‘ভিক্ষার জন্য বগুড়া থেকে ঢাকাগামী বাসে উঠি। কিছু দূর আসার পর কয়েকজন ব্যক্তি আমাকে খাবার দেয়। সেই খাবার খাওয়ার পর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে দেখি, পরনে কাপড় নেই। পকেটে ভিক্ষার ৬০০ টাকা ছিল, সেগুলোও নেই।’
সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত সহকারী উপ-পরিদর্শক হাফিজ জানান, ‘রাত ১১টার দিকে ওই বৃদ্ধকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে স্থানীয় কয়েকজন যুবকের সহযোগিতায় তাকে লুঙ্গি পরিয়ে দিয়ে খাবার খাওয়াই। এরপর তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসক ফয়সাল আহমেদ জানান, অসুস্থ অবস্থায় বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে দেখা যায়, তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করা হয়েছিল। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।