X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নিজ হাতে প্রেমিককে হত্যা, বান্ধবীকে নিয়ে মরদেহ গুম

রাজশাহী প্রতিনিধি
১৬ জুন ২০২২, ২২:০৬আপডেট : ১৬ জুন ২০২২, ২২:৪৬

রাজশাহীতে রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে বিয়ের অস্বীকৃতি জানানোয় যুবককে শ্বাসরোধে হত্যা ও মরদেহ গুমের অভিযোগে গৃহকর্মী ও তার বান্ধবীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ জুন) সকাল পৌনে ১০টায় নগরীর সায়েরগাছার বুলবুল আহমেদের বাড়ি থেকে আসামি মেরিনাকে আটক করা হয়। এরপর পুলিশি জিজ্ঞাসাবাদে আসামির দেওয়া তথ্যে অপর আসামিকে আটক ও মরদেহ উদ্ধার করা হয়। পরে আসামিদের গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (১৬ জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় হত্যা মামলা করা হয়েছে। গ্রেফতার আসামিরা হলেন, রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছার মো. একরামুল ইসলাম ভাদুর মেয়ে মেরিনা খাতুন (২১) ও তার বান্ধবী একই এলাকার ঈশা হকের মেয়ে নেশা খাতুন (২২)।

নিহত যুবকের নাম রশিদুল মণ্ডল (২৫)। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর থানার পয়লান গ্রামের জহির মণ্ডলের ছেলে। পেশায় রাজমিস্ত্রি ছিলেন তিনি।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম জানান, রশিদুল মণ্ডল মাঝে মাঝে ধান কাটাসহ অন্যান্য কাজে রাজশাহীতে আসতো। এই সুবাদে প্রায় এক বছর আগে আসামি মেরিনা খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। তরুণী মেরিনা সায়েরগাছার বুলবুল আহমেদের বাড়িতে গৃহকর্মীর কাজ করতো।

তিনি আরও জানান, ১৪ জুন রাতের রশিদুল সায়েরগাছার বুলবুলের বাড়িতে মেরিনার সঙ্গে দেখা করতে যায়। সেখানে কথাবার্তার একপর্যায়ে রশিদুলকে বিয়ের কথা বলে মেরিনা। পরিবারের সঙ্গে কথা বলে পরে জানাবে বলে জানায় যুবক। কিন্তু ওই গৃহকর্মী রাতেই বিয়ে করার জন্য চাপ দেয় এবং জোরজবরদস্তি করতে থাকে। রাত ১১টায় যুবক সেখান থেকে চলে যেতে চাইলে বাধা দেয় প্রেমিকা। এই নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মেরিনা ধাক্কা দিয়ে রশিদুলকে ফেলে শ্বাসরোধে হত্যা করে। বাড়ির লোকজন ঘুম থেকে ওঠার আগেই পরদিন সকাল ৭টায় নেশা খাতুনকে ডেকে দুজনে লাশ বাড়ির ছাদের স্টোর রুমে তালাবদ্ধ করে রাখে।

কাশিয়াডাঙ্গা থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যার ১২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা