X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সিংড়ায় ছাত্রলীগের দুই গ্রুপে দ্বন্দ্বের জেরে কলেজ ছাত্রাবাস বন্ধ!

নাটোর প্রতিনিধি
২১ জুলাই ২০২২, ০৪:২১আপডেট : ২১ জুলাই ২০২২, ০৪:২১

ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে নাটোরের সিংড়া গোল-ই আফরোজ সরকারি অনার্স কলেজ ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে সকল শিক্ষার্থীকে ছাত্রাবাস ছেড়ে যাওয়ার নোটিশ দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

গোল-ই আফরোজ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জহির উদ্দিন এবং সিংড়া থানার ওসি( তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দ্বন্দ্বে জড়ানো একটি গ্রুপে রয়েছেন কলেজ ছাত্রসংসদের নব-নির্বাচিত ভিপি মাসুম আলী। অপরদিকে রয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সদ্য সাবেক ভিপি সজিব ইসলাম জুয়েল।

জানা যায়, কলেজ ছাত্রাবাসে প্রায় ৬০ জন ছাত্র থাকে। তাদের অধিকাংশ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সদ্য সাবেক ভিপি সজিব ইসলাম জুয়েলের অনুসারী। ছাত্রাবাসের শিক্ষার্থীদের নতুন করে সিটের জন্য আবেদন করতে হবে বলে সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।
 
বুধবার (২০ জুলাই) সকালে কলেজ ছাত্রসংসদের নব-নির্বাচিত ভিপি মাসুম আলী'র অনুসারীরা যাদের ভর্তির কাগজ নেই তাদের ছাত্রাবাস থেকে বের হয়ে যেতে বলে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল দাবি করেন, বুধবার বিকাল ৩টার দিকে ছাত্রাবাসে প্রবেশ করে আমার অনুসারী ছাত্রলীগ নেতাদের বিছানাপত্র, বই-খাতা, আসবাবপত্র বাইরে বের করে ফেলে দেয় ভিপি মাসুমের অনুসারীরা। এসময় প্রতিবাদ করলে আমার গ্রুপের উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আ. হাকিম, সাংগঠনিক সম্পাদক মুরশিদুল ইসলাম, রনিসহ কয়েকজনের উপর হামলা করা হয়। এসময় তাদের টাকা, প্রয়োজনীয় কাগজপত্র ও সার্টিফিকেট হারিয়ে গেছে বলে দাবি করেন ছাত্রলীগ নেতা আ. হাকিম। 

সিংড়া থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম বলেন, ওই ঘটনায় দুই গ্রুপের মাঝে উত্তেজনা বিরাজ করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল বলেন, ছাত্রাবাসের সবাই আমার অনুসারী। এজন্য তাদের বের করে দেওয়া হচ্ছে। কারও কোনও টাকা বাকি নেই, সবাই ভর্তি হওয়া ছাত্র।

এব্যাপারে জানতে চাইলে গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রসংসদের ভিপি মাসুম আলী বলেন, অনেকে ভর্তি না হয়ে অবৈধভাবে ছাত্রাবাসে থাকে। তাদের বের করার জন্য কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। তারা নিজেদের বিছানা ও আসবাবপত্র নিজেরাই এলোমেলো করেছে, আমরা স্যারের সঙ্গে মিটিংয়ে ছিলাম।

এবিষয়ে জানতে চাইলে গোল-ই আফরোজ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জহির উদ্দিন বলেন, ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সকল ছাত্রদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ওই ঘটনা তদন্তে কমিটি গঠন করে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে। কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/ইউএস/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
কমিটিতে পদ পেতে জীবনবৃত্তান্ত জমায় ফি নেওয়া যাবে না
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা