X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আ.লীগ জনগণের রায় নিয়েই ক্ষমতায় আসে: মেয়র লিটন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৯ আগস্ট ২০২২, ২১:৪৭আপডেট : ২৯ আগস্ট ২০২২, ২১:৪৮

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘বিএনপির ফর্মুলা অনুযায়ী বাংলার মাটিতে আর কোনও নির্বাচন হবে না, আদালত রায় দিয়েছে, দেশে আর তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই। বিশ্বের উন্নত দেশগুলোর মতোই ক্ষমতাসীন সরকার ক্ষমতায় থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেইভাবে নির্বাচন হবে। নির্বাচন যাতে স্বচ্ছ হয়, সুন্দর হয় সে ব্যবস্থা সরকার গ্রহণ করবে। আওয়ামী লীগকে খেলার ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগ জনগণের দল। জনগণের রায় নিয়েই ক্ষমতায় আসে। আওয়ামী লীগ কখনও চোরাপথে ক্ষমতায় আসেনি।’

সোমবার (২৯ আগস্ট) বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মেয়র লিটন আরও বলেন,‘আগামী ১ সেপ্টেম্বর বিএনপি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন থেকে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। বিএনপি অরাজক পরিস্থিতির চেষ্টা করলে রাজপথে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছি। দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন আজ দৃশ্যমান।

খায়রুজ্জামান লিটন এসময় অভিযোগ করেন, যে জিয়াউর রহমানকে চারটি প্রমোশন দিয়ে মেজর থেকে মেজর জেনারেল করেছিলেন বঙ্গবন্ধু, সেই জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে এদেশীয় এজেন্টদের মধ্যে ছিল এক নম্বর। ৭৫ পরবর্তী বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় পরিচালিত করার সূচনা করে জিয়াউর রহমান। পরবর্তীতে এরশাদ এবং তারপরে খালেদা জিয়া সেই পথেই হেঁটেছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহ. জিয়াউর রহমানের সভাপতিত্বে শোক সমাবেশে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের সঞ্চালনা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লায়ন মোহাম্মদ আলী কামাল, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোখলেসুর রহমান প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
বাড়ি ঘেরাও করে সাবেক মেয়রকে আটক করে পুলিশে দিলেন স্থানীয়রা
সাবেক এমপি জাফর আলম আরও ৭ দিনের রিমান্ডে
জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত দুই আওয়ামী লীগ নেতা
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন