X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সরকারি সেবা নিশ্চিতে সবাইকে দায়িত্ব পালন করতে হবে: পলক

নাটোর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪২

সরকারি সকল সেবা নিশ্চিত করতে দায়িত্বশীলদের নিজ দায়িত্ব সুচারুরূপে পালনের আহ্বান জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এলাকার চাহিদা বিবেচনায় সিংড়া অঞ্চলের জন্য সরকারি যে বরাদ্দ ছিল, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে বলে আরও অতিরিক্ত ৩৫০ মেট্রিক টন নিয়ে আসা হয়েছে। এরপরও যদি কোনও সমস্যা হয়, তবে তারও ব্যবস্থা করা হবে। কিন্তু কেউ অনিয়ম, মজুতদারি, ঘুষ চাইতে পারবেন না। এগুলোর কোনোটিই বরদাস্ত করা হবে না।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে সিংড়া উপজেলা হলরুমে আয়োজিত সরকারি দফতর, তৃণমূলের সমস্যাসহ সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে জনতার মুখোমুখি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি জনসাধরণের উদ্দ্যেশ্যে তিনি বলেন, ‘পল্লী বিদ্যুৎ অফিসে গিয়েও যদি সমস্যা হয় তবে আমাকে জানাবেন। এলাকায় বাল্য বিয়ে বা যে কোনও অনিয়ম হলে জানাবেন।’ সমস্যা হলে সরকারি সেবা নম্বর ৩৩৩ ও ৯৯৯ ছাড়াও প্রয়োজনের নিজের ব্যক্তিগত নম্বরেও যোগাযোগ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

উন্নয়ন, সুশাসন, সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষে প্রতিমন্ত্রী পলকের নির্দেশনায় অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, শামীমা হক রোজী, সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা সেলিম রেজা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইখতেখায়ের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার, সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আক্তার।

অনুষ্ঠানে বিভিন্ন মানুষের সমস্যা শুনে তার জবাব সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের মাধ্যমে নিশ্চিত করেন তিনি। এছাড়া এলাকাবাসীর বিভিন্ন দাবি শুনে সেগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়ে পলক বলেন, ‘আমি আছি, ছিলাম এবং আমৃত্যু আপনাদের সেবক হিসেবে যেন মহান আল্লাহ কবুল করেন সেজন্য দোয়া করবেন।’

/ইউএস/
সম্পর্কিত
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধর ও অপহরণ, পরিচয় মিলেছে ১০ জনের
সর্বশেষ খবর
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া