X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

নির্বাচনে আ.লীগ প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপি নেতাকে শোকজ

বগুড়া প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২২, ১৬:৫৫আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৭:০৫

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা বিএনপির সদস্য ও কাজলা ইউনিয়নের চেয়ারম্যান এস এম রফিকুল ইসলামের বিরুদ্ধে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উঠেছে। এই অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম তাকে শোকজ নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়েছে, রফিকুল ইসলাম বিএনপির সদস্য হওয়ার পরও বগুড়া জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক দুলু ও সংরক্ষিত মহিলা আসনে একই দলের সদস্য প্রার্থী রুনুফা খাতুনের পক্ষে কাজ করছেন। বিএনপির দলীয় রীতিনীতি ও শৃঙ্খলাভঙ্গের দায়ে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে তাকে।

এ প্রসঙ্গে রফিকুল ইসলাম জানান, তিনি ইউপি চেয়ারম্যান হিসেবে সারিয়াকান্দি উপজেলা পরিষদের একজন সদস্য। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টু সম্প্রতি ফুলবাড়ি ইউনিয়নে সভা ডেকেছিলেন। সেখানে তিনি ছাড়াও ১২ ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। সেটা জেলা পরিষদের নির্বাচনি সভা হলেও সেখানে পরিষদের একজন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে জিয়ার সৈনিক হিসেবে বক্তব্য রেখেছেন।

তিনি আরও জানান, ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচনে ভোট বর্জন করবেন। তাই তিনি কোনও অপরাধ করেননি বলে মনে করেন। জেলা বিএনপি নেতৃবৃন্দকে শোকজের জবাব দেওয়া হবে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে ভূমিকা রাখবে বাংলা ট্রিবিউন, শুভেচ্ছায় মির্জা ফখরুল
আ.লীগ কার্যালয় থেকে ‘চর উন্নয়ন কমিটির’ সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে
সর্বশেষ খবর
রোহিঙ্গাদের জন্য ৩১৬ কোটি টাকায় পরামর্শক প্রতিষ্ঠান
রোহিঙ্গাদের জন্য ৩১৬ কোটি টাকায় পরামর্শক প্রতিষ্ঠান
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
এক নম্বর হতে চান মিরাজ
এক নম্বর হতে চান মিরাজ
ইস্তাম্বুলে রুশ প্রতিনিধি নয়, পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি
ইস্তাম্বুলে রুশ প্রতিনিধি নয়, পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি