X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পরিবহন ধর্মঘটে অচল রাজশাহী

তৌসিফ কাইয়ুম, রাজশাহী
০২ ডিসেম্বর ২০২২, ১৪:৪২আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১৭:৩৭

জরুরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজশাহী এসেছিলেন ঢাকার একটি বেসরকারি কোম্পানির সেলস ম্যানেজার সোহেল চৌধুরী। কাজ শেষে শুক্রবার (২ ডিসেম্বর) সকালে ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়েছেন সোহেল। নগরীর ভদ্রা বাসস্টেশন ও শিরোইল বাস টার্মিনাল ঘুরে গিয়েছিলেন রেলওয়ে স্টেশনে, কিন্তু সেখানেও মেলেনি টিকিট। 

সোহেল চৌধুরীর অভিযোগ, টিকিট না থাকায় স্টেশনের প্ল্যাটফর্মেও বসতে দেননি কর্মরত আনসার সদস্যরা।

তিনি বলেন, ‌‘পরিবার আমাকে নিয়ে দুশ্চিন্তায় আছে। সবাই বারবার ফোন দিচ্ছে। কিন্তু বাস চলাচল বন্ধ থাকায় এবং ট্রেনের টিকিট না পেয়ে আমি বেশ চিন্তিত। কীভাবে ঢাকায় ফিরবো বুঝতে পারছি না।’

রাজশাহী নগরীতে দীর্ঘসময় অপেক্ষা করেও মিলছে কোনও যানবাহন

১০ দফা দাবিতে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এর ফলে বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিভাগের কোনও জেলা থেকে রাজশাহীতে বাস আসছে না। রাজশাহী থেকেও কোনও বাস ছেড়ে যাচ্ছে না। রাজশাহী নগরীতে দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে কোনও যানবাহন। অন্যদিনের চেয়ে অটোরিকশা চলাচল কম। নগরীর বাইরে যাচ্ছেন না অটোরিকশা চালকরাও। মাঝে মাঝে দুই-একটি অটোরিকশা নগরীর বাইরে গেলেও নিচ্ছেন অতিরিক্ত ভাড়া।

রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে আগামীকাল (৩ ডিসেম্বর) বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। কিন্তু এর আগেই ১০ দাবিতে বৃহস্পতিবার থেকে রাজশাহী বিভাগের আট জেলায় পরিবহন ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক সমিতি। বিএনপি নেতাকর্মীদের দাবি, সমাবেশে যাতে নেতাকর্মীরা না আসতে পারে সেজন্যই সরকারের নির্দেশে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। 

ধর্মঘটের দ্বিতীয় দিন শুক্রবার দুপুর ১২টার দিকে নগরীর ভদ্রা বাসস্টেশনে কথা হয় রাজশাহীর বাসিন্দা জাহাঙ্গীর আলমের সঙ্গে। তিনি বলেন, ‘ঢাকায় জরুরি কাজ আছে। সকাল থেকে বিভিন্ন স্টেশন ঘুরে কোথাও বাস পাইনি। ফলে এখানে এসেছি। এখান থেকে অটোরিকশায় নাটোরে যাবো। সেখান থেকে ঢাকায় বাস যাচ্ছে শুনেছি। কিন্তু অটোরিকশা ৮০ টাকার ভাড়া চাচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকা।’

যা বলছেন অটোরিকশার চালকরা 

রাজশাহী নগরীর অটোরিকশা চালকরা বলছেন, অন্যদিনের তুলনায় আজকে নগরীর ভেতরে যাত্রী কম। কারণ রাজশাহীর প্রবেশ পথগুলোতে পুলিশ যাত্রীদের ঢুকতে দিচ্ছে না। ফলে তাদের আয় কমে গেছে। এ কারণে পুষিয়ে নিয়ে ভাড়া বেশি নিচ্ছেন।

কাটাখালীর বাসিন্দা অটোরিকশাচালক রায়হান মিয়া বলেন, ‘কাটাখালী পর্যন্ত গাড়িতে লোক আসছে, কিন্তু পুলিশ ঢুকতে দিচ্ছে না। বাইরে থেকে গাড়ি শহরে আসছে না, সে কারণে ভাড়াও নেই। শহরের ভেতরেই যে দুই-একটি ভাড়া হচ্ছে। আগে ঘণ্টায় ২০০ থেকে আড়াইশ’ টাকা আয় হতো। আজ একঘণ্টায় ৮০ টাকা আয় হয়েছে।’

নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

আরেক অটোরিকশাচালক মিঠু আলী বলেন, ‘গাড়ি নিয়ে রাজশাহীর বাইরে বের হতে কোনও সমস্যা হচ্ছে না। তবে শহরে ফেরার পথে পুলিশ বাধা দিচ্ছে। নগরীর প্রবেশপথ বেলপুকুর, বানেশ্বর, কাশিয়াডাঙ্গা ও আমচত্বরে পুলিশ গাড়ি আটকাচ্ছে। যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে বিভিন্ন প্রশ্ন করছে।’

তিনি আরও বলেন, ‘শহরের মধ্যে যাত্রী কম। ফলে এখান থেকে যাত্রী নিয়ে নাটোরের দিকে যাচ্ছি। আজ আর আসবো না। ওদিকে গাড়ি চালাবো। বিএনপির সমাবেশ শেষ হওয়ার আগ পর্যন্ত ওদিকেই থাকবো।’

মোড়ে মোড়ে পুলিশ

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মোটরসাইকেল আরোহীসহ সাধারণ মানুষকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

এ বিষয়ে বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) আবদুল আউয়াল বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে কেউ যেন অরাজকতা সৃষ্টি করতে না পারে সে কারণে টহল বাড়ানো হয়েছে।’

বিএনপি নেতাদের অভিযোগ, শনিবারের গণসমাবেশে বাধা দিতেই পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিকল্প পরিবহনে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এলেও পথে পথে গাড়িতে তল্লাশি করছে পুলিশ। রাস্তায় গাড়ি আটকে ফেরত পাঠানো হচ্ছে।

অন্যদিনের চেয়ে অটোরিকশা চলাচলও কম

এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘রাজশাহী বিভাগের আট জেলা থেকেই নেতাকর্মীরা বিকল্প পরিবহনে রাজশাহী আসছেন। সরকার যতভাবেই চেষ্টা করুক গণসমাবেশে জনস্রোত নামবেই। শত বাধা উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা বুধবার রাত থেকেই রাজশাহীতে আসছেন।’

তিনি আরও বলেন, ‘৩ ডিসেম্বরের গণসমাবেশ বানচাল করতে কিছু অতি উৎসাহী পুলিশ নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়েছেন। বিভাগজুড়ে এ পর্যন্ত শতাধিক মামলা করা হয়েছে। তারপরও রাজশাহীতে দেশের সবচেয়ে বড় গণসমাবেশ হবে। অন্তত ১৫ লাখ নেতাকর্মী এতে যোগ দেবেন।’

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
গাছে ধাক্কা লেগে উড়ে গেলো বাসের ছাদ, একজন নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!