X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নৌকা হারলে বাড়িতেও কেউ নিরাপদ থাকবে না: পলক

নাটোর প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৩, ০৪:২৮আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০৪:২৮

আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষ নিজ বাড়িতেও নিরাপদ ছিল না। রাস্তাঘাটে হয়েছে চাঁদাবাজি। মানুষের বাড়িতে চালানো হয়েছে ভাঙচুর। অগ্নিসংযোগসহ নানা ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে গত ১৪ বছরে দেশের অভূতপূর্ব উন্নতি হয়েছে। রাস্তাঘাট, শিক্ষা-স্বাস্থ্যসহ সব ক্ষেত্রেই।

রবিবার (১ জানুয়ারি) দুপুরে সিংড়া উপজেলা এলাকায় নববর্ষের উপহার হিসেবে ১০০ জন নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মানুষের উন্নয়ন হয়েছে। মানুষ এখন নিরাপদে চলাচল করতে পারে। নিরাপদে ঘুমাতে পারে। এমনকি গত করোনাকালীন প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ ইন্টারনেট সেবা ব্যবহার করে এবং ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে নিজেদের অবস্থা স্বাভাবিক রাখতে পেরেছিলেন। দেশের অর্থনৈতিক চাকাও ঘুরেছিল। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে জাতীয় সংসদেও সংরক্ষিত আসনে নারীর সংখ্যা বাড়ানো হয়েছে, যার ভীত রচনা করেছিলেন শেখ মুজিবুর রহমান। এমনকি সমাজের পিছিয়ে পড়া নিপীড়িত মানুষের অবস্থার উন্নয়ন করে মূল স্রোতধারায় নিয়ে আসার জন্য তথা নারীর অর্থনৈতিক সচ্ছলতা আনয়নের মাধ্যমে আয় বৃদ্ধির জন্য শেখ হাসিনা নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে যেকোনও সেক্টরে আগের তুলনায় নারীরা এখন অনেক এগিয়েছেন।’

নারীরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘নারীদের পারিবারিক নির্যাতন ও সামাজিক অবজ্ঞা কমেছে। কেননা শেখ হাসিনা বিশ্বাস করেন, নারী-পুরুষ উভয়ে সমানতালে যদি অগ্রসর হতে না পারে, সমানতালে যদি উভয়ের উন্নয়ন না হয়, তাহলে বাংলাদেশ উন্নয়নের চরম শিখরে আহরণ করতে পারবে না। তাই তার দূরদর্শী নেতৃত্বে এবং তার নির্দেশনায় সারা দেশে নারীদের ক্ষমতায়ন এবং অর্থনৈতিক সচ্ছলতার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

তিনি আরো জানান, গত ১৪ বছরে শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য যেসব উদ্যোগ গ্রহণ করেছেন, তা  সম্পূর্ণ করা সম্ভব হয়নি। কিছু কাজ বাকি রয়েছে। আগামী সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করা গেলে অবশিষ্ট কাজগুলো সম্পন্ন করা যাবে। আর এটা করা গেলে প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।  কিন্তু যদি তা করা না যায়, তাহলে যতটুকু বাস্তবায়ন করা হয়েছে, প্রধানমন্ত্রী যতটুকু উন্নয়ন করেছেন, সবই ধূলিসাৎ হয়ে যাবে। আর তা হলে ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে যেমন কোনও মানুষই নিজ ঘরে নিরাপদ ছিল না, তেমন অবস্থা আবারও সৃষ্টি হবে।’

এ জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেককে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং আওয়ামী সরকারকে ক্ষমতায় আনার জন্য আহ্বান জানান তিনি।

এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

/এনএআর/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
অবশেষে প্রার্থিতাই প্রত্যাহার করে নিলেন প্রতিমন্ত্রী পলকের শ্যালক
সর্বশেষ খবর
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত