X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

বগুড়ার ৪ ইউপির নিজস্ব ভবন নেই, দোকান-বাড়িতে কার্যক্রম

নাজমুল হুদা নাসিম, বগুড়া
৩০ জানুয়ারি ২০২৩, ০৮:০০আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৪:১০

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চার ইউনিয়ন পরিষদের নিজস্ব কোনও ভবন নেই। ভাড়া বাসা বা দোকানে অনেক চলছে এসব ইউনিয়নের কার্যক্রম। জনপ্রতিনিধিদের বসার স্থান না থাকায় ইউনিয়নগুলোর এক লাখ ৩৩ হাজার বাসিন্দা প্রয়োজনীয় কাজের জন্য তাদের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। এতে নাগরিক সেবা বঞ্চিতদের দুর্ভোগ বেড়েই চলেছে। এ প্রসঙ্গে উপজেলা প্রশাসন জানায়, খাস জমি পেলে ভবনগুলো নির্মাণে উদ্যোগ নেওয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, পূর্ব বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি, কর্ণিবাড়ি, বোহাইল ও চন্দনবাইশা ইউনিয়ন পরিষদের কোনও নিজস্ব ভবন নেই। ফলে নাগরিকরা স্বাস্থ্য, ডিজিটাল, প্রাণী ও কৃষি সেবাসহ প্রয়োজনীয় কাজ থেকে বঞ্চিত। এসব সেবা পেতে তাদের জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে।

এর মধ্যে চালুয়াবাড়ি ইউনিয়নের ৪০ গ্রামের জনসংখ্যা ২৫ হাজারের বেশি। স্বাধীনতা পরবর্তী গত ৫২ বছরে জনগণ ইউপি ভবন পাননি। বর্তমানে পরিষদের কার্যক্রম চলছে শিমুলতাইড় গ্রামে ছোট একটি কুড়ো ঘরে। স্থান সঙ্কুলান না হওয়ায় নাগরিকদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এই ইউনিয়নের মানিকদাইড় গ্রামের ইউপি সদস্য জাহিদুল ইসলাম জানান, অস্থায়ী কার্যালয় প্রায় চার কিলোমিটার দূরে। প্রতিদিন নৌকায় যমুনা নদী পেরিয়ে পরিষদে যাওয়া খুব কষ্টকর। ফলে সঠিকভাবে নাগরিক সেবা দিতে পারছেন না।

একই ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা বলেন, চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। কিন্তু সেবাদানের জন্য ভবন পেলাম না।

কর্ণিবাড়ি ইউনিয়নের ৫০ গ্রামের জনসংখ্যা প্রায় ৩৬ হাজার। পরিষদের নিজস্ব ভবন না থাকায় মথুরাপাড়া বাজারের একটি টিনশেড ঘরে কার্যক্রম চলে।

ইউনিয়নের শোনপঁচা গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম জানান, জরুরি কোনও প্রয়োজনে পরিষদে যেতে রিজার্ভ নৌকা ভাড়া অন্তত ৮০০ টাকা পড়ে। পরিষদের নিজস্ব ভবন না থাকায় শুধু চরাঞ্চলের নাগরিকদের নয়; তাদেরও দুর্ভোগ পোহাতে হয়।

ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য ওসমান আকন্দ জানান, নিজস্ব ভবন না থাকায় তারা সঠিকমতো সভা করতে পারেন না। নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ হন।

একই ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন বলেন, জরাজীর্ণ টিনশেড ঘরে পরিষদের কার্যক্রম পরিচালনা করছেন। স্থান সঙ্কুলান না হওয়া সচিবকে বসতে দেওয়া সম্ভব হয় না। গ্রাম আদালতের কার্যক্রমও পরিচালনা করা যায় না। মূল্যবান কাগজপত্র ও আসবাবপত্র অরক্ষিত। সরকারি বরাদ্দের চাল রাখার ব্যবস্থা নেই। অনেক সময় যানবাহনের ওপর থেকেই চাল বিতরণ করতে হয়। নাগরিকরা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

বোহাইল ইউনিয়নের ৬০ গ্রামের প্রায় ৪৫ হাজার বাসিন্দা। নিজস্ব ভবন না থাকায় ধারাবর্ষা বাজারের ফুলুর মোড়ে ভাড়া দোকানে পরিষদের কার্যক্রম চালাতে হয়। সেবা নিতে আসা জনগণকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

ইউনিয়নের এক সদস্য জানান, ভবন না থাকায় তারা সদস্যরা একসঙ্গে বসতে পারেন না। বাধ্য হয়ে তাদের নিজ বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে কার্যক্রম চালাতে হচ্ছে।

ওই ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, ইউপি ভবন না থাকায় তাদের সব কর্মকাণ্ড পরিচালনায় সমস্যা হচ্ছে। নাগরিকদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।

এদিকে ২০১৪ সালের নদী ভাঙনে ডাকবাংলো মোড়ে অবস্থিত চন্দনবাইশা ইউনিয়ন ভবন যমুনা নদীগর্ভে বিলীন হয়। এরপর পার্শ্ববর্তী কামালপুর ইউনিয়নের কড়িতলা বাজারের একটি ভাড়া দোকানঘরে কার্যক্রম চলছে। ৩০ গ্রামে নিয়ে গঠিত ইউনিয়নের বাসিন্দা ২৮ হাজারের বেশি।

ইউনিয়নটির চেয়ারম্যান মাহমুদুন্নবী হিরো বলেন, নিজস্ব ভবন না থাকায় সঠিকভাবে নাগরিক সুবিধা দিতে পারছেন না।

এ প্রসঙ্গে বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, সারিয়াকান্দি উপজেলার চারটি ইউনিয়নে নিজস্ব ভবন না থাকার বিষয়টি আমার জানা নেই। খাস জমি পেলে বা ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ করে ওইসব ইউনিয়নবাসীর সুবিধাজনক স্থানে ভবনগুলো নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
যমুনায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেলো দুই ভাইয়ের
বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার, কারাগারে প্রেরণ
সড়ক দুর্ঘটনায় যুবদল নেতাসহ দুজন নিহত, আহত ৪
সর্বশেষ খবর
জমি নিয়ে সংঘর্ষে আহত ৪, কৃষকের কব্জি বিচ্ছিন্ন
জমি নিয়ে সংঘর্ষে আহত ৪, কৃষকের কব্জি বিচ্ছিন্ন
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়