X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

দুই জেলায় ব্যাপক শিলাবৃষ্টি, ঝরে গেছে প্রচুর ধান ও আম

রাজশাহী প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৩, ২২:৪৫আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ২২:৪৫

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে বোরো ধান ও আমের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। শিলাবৃষ্টির সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের কয়েকটি গাছ ভেঙে গেছেছে। বুধবার (২৬ এপ্রিল) বিকালে এ ঝড়বৃষ্টি শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজশাহীতে ঝোড়ো বাতাস শুরু হয়। কিছুক্ষণ পর বৃষ্টি নামে। একই সময়ে পবার বড়গাছী ও দুর্গাপুর উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। তবে আশপাশের এলাকায় শিলা না পড়লেও বৃষ্টি হয়েছে। এতে আম ও বোরো ধানের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

বড়গাছী এলাকার বাসিন্দা জালাল উদ্দীন বলেন, ‘শিলাবৃষ্টিতে ব্যাপক আম ঝরে পড়েছে। এ ছাড়া জমিতে পাকা বোরো ধান কিছুটা নষ্ট হয়েছে। আমার ১৬ কাঠা জমিতে বোরো ধান আছে। বৃষ্টি থেমে যাওয়ার পর গিয়ে দেখি সব শুয়ে পড়েছে।’

পবা উপজেলার আম চাষি মো. রায়হান বলেন, ‘দীর্ঘদিন তাপপ্রবাহের কারণে শুকিয়ে যাচ্ছিল আমের গুটি। আজ ঝোড়ো বাতাসে সেসব আমের গুটি ঝরে গেছে।’

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রাজিব খান বলেন, ‘রাজশাহীর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। ঘণ্টায় যার গতি ছিল ৪১ কিলোমিটার। তবে আবহাওয়া অফিস এলাকায় বৃষ্টি হয়নি। অন্য এলাকায় হয়েছে কিনা জানা নেই।’

শিলাবৃষ্টিতে বোরো ধানের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা

স্থানীয় সূত্র জানায়, দুর্গাপুর উপজেলায় শিলাবৃষ্টিতে রাস্তাঘাট বরফে ঢেকে গেছে। সেইসঙ্গে ঢেকে গেছে শত শত হেক্টর ফসলি জমি। আম-জাম ও লিচু ঝরে পড়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলাজুড়ে শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় দমকা হাওয়া ও শিলাবৃষ্টিতে গাছপালা শুয়ে পড়ে।

উপজেলার দেবীপুর গ্রামের মনতাজ আলী বলেন, ‘জীবনে এমন শিলাবৃষ্টি দেখিনি। ১০-১৫ মিনিটের শিলাবৃষ্টিতে রাস্তাঘাট, বাড়ির উঠান ও ফসলি জমি বরফে সাদা হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে আম ও ধানের।’

উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন বলেন, ‘ভারী মাপের শিলাবৃষ্টি হয়েছে দুর্গাপুরে। এমন শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হবে। ক্ষতির পরিমাণ জানার জন্য আমাদের কর্মীরা মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন। তবে উপজেলাজুড়ে আম ও অন্যান্য ফসলের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা পরে জানাতে পারবো।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোজদার হোসেন বলেন, ‘প্রচুর বৃষ্টিপাত হয়েছে। তবে শিলাবৃষ্টির খবর পাইনি। খোঁজখবর নিয়ে দেখবো।’

এদিকে, চাঁপাইনবাবগঞ্জে বুধবার বিকাল ৪টা থেকে বৃষ্টি শুরু হয়। আধা ঘণ্টা পর শুরু হয় শিলাবৃষ্টি। এতে আম, ধান ও কলাসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন নাচোল, ভোলাহাট, সদর উপজেলার নারায়ণপুর ও শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের কৃষকরা।

নারায়ণপুরের চাষি তরিকুল ইসলাম বলেন, ‘সাত বিঘা জমিতে ধান ছিল। আধা ঘণ্টার শিলাবৃষ্টিতে সব শেষ। প্রায় সব ধান ঝরে গেছে। লাখ টাকার ওপরে ধার করে চাষাবাদ করেছিলাম। এখন জমিতে শুধু ধানগাছ পড়ে আছে। অথচ এক সপ্তাহের মধ্যে ফসল কেটে ঘরে তুলতে পারতাম। এখন নিঃস্ব হয়ে গেলাম।’

পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা গ্রামের কৃষক মাজেদুল ইসলাম বলেন, ‘শিলাবৃষ্টিতে আড়াই বিঘা জমির ধান ঝরে গেছে। শুধু আমারই নয়, সব জমির ধান ঝরে গেছে।’

পবার বড়গাছী ও দুর্গাপুর উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টি

বুধবার বিকাল পৌনে ৪টার দিকে শিবগঞ্জে ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়। টানা চলে ১৫ মিনিট। দক্ষিণ পাঁকা গ্রামের আম চাষি শামসুল হক বলেন, ‘আমের যখন মুকুল ছিল তখন বৃষ্টি হয়েছিল। তারপর বৃষ্টির দেখা মেলেনি। এতে গুটি বড় হচ্ছিল না। তাই আমবাগানে সেচ দিচ্ছিলাম। কিন্তু সেচ দিয়ে তেমন উপকার হয়নি। এই বৃষ্টিতে খুব দ্রুত আম বড় হবে। তবে শিলাবৃষ্টিতে কিছু আম ঝরে গেছে।’ 

নাচোল উপজেলার নেজামপুর এলাকার কৃষক আশরাফ আলী বলেন, ‘আমার জমিতে পাকা ধান ছিল। শিলাবৃষ্টিতে প্রায় সব ঝরে গেছে।’

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক পলাশ সরকার বলেন, ‘যেসব এলাকায় শিলাবৃষ্টি হয়েছে সেসব এলাকার আম ও ধানের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখন বলা সম্ভব নয়। আমাদের প্রতিনিধিরা কাজ করছেন। প্রতিবেদন হাতে পেলে ক্ষতির পরিমাণ জানাতে পারবো।’

/এএম/
সম্পর্কিত
বৃষ্টির প্রার্থনায় নামাজ
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু