X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

রাজশাহী সিটি নির্বাচনের কাউন্সিলর প্রার্থীকে ছুরিকাঘাত

রাজশাহী প্রতিনিধি
০৩ জুন ২০২৩, ২২:৫০আপডেট : ০৩ জুন ২০২৩, ২২:৫০

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক কাউন্সিলর প্রার্থীসহ তিন জন ছুরিকাহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

শনিবার (৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের শিরোইল কলোনি এলাকায় ঘটনাটি ঘটে। আহত তিন জন হলেন- কাউন্সিলর প্রার্থী ও মহানগর যুবলীগের সহ-সভাপতি আশরাফ বাবু (৪৭), তার সমর্থক রেজাউল করিম রেজা (৪২) ও জয় হোসেন (৩২)। তাদের সবাইকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশরাফ বাবুর গ্রুপের সঙ্গে বর্তমান কাউন্সিলর ও আসন্ন নির্বাচনের প্রার্থী তৌহিদুল হক সুমনের সমর্থকদের সংঘর্ষ বাধে। তৌহিদুল হক সুমন মহানগর যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক।

আহত আশরাফ বাবুর দাবি, তার নির্বাচনি কার্যালয়ের সামনে সুমনের কয়েকজন সমর্থক ধারালো অস্ত্র নিয়ে অবস্থান নেন। প্রতিবাদ করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তারা  ছুরি নিয়ে হামলা করেন। এতে তার হাত জখম হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানতে চাইলে তৌহিদুল হক সুমন দাবি করেন, আমার কোনও লোক আশরাফকে মারধর করেনি। তার লোকজনই আমার কয়েকজন সমর্থককে পিটিয়েছে। বাড়িঘরে হামলা চালিয়েছে। এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আশরাফ ও সুমনের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। নির্বাচনকে সামনে রেখে সেই বিরোধ আরও চরম আকার ধারণ করেছে। বছর ছয়েক আগে এক যুবককে যৌন নিপীড়নের ঘটনায় সুমনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন আশরাফ। এ ছাড়াও রেলের টেন্ডার ভাগাভাগি নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছে। যৌন নিপীড়নের অভিযোগেই তাকে মহানগর যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। 

চন্দ্রিমা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল। একজন প্রার্থীর হাতে ছুরিকাঘাত করা হয়েছে। তবে এখন পরিস্থিতি শান্ত। থানায় অভিযোগ এলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, এই বিষয়ে এখনও কেউ কোনও অভিযোগ করেনি।

/এফআর/
সম্পর্কিত
উল্টা ও মোল্লা গোষ্ঠীর সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২০
পুলিশের হামলার প্রতিবাদে পটিয়া থানার সামনে ‘ব্লকেড’ কর্মসূচি
গোপালগঞ্জে ভ্যান চুরির মীমাংসা করতে বসে উল্টো সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল