X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বৃদ্ধকে হত্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
১৫ জুন ২০২৩, ১৫:২৪আপডেট : ১৫ জুন ২০২৩, ১৫:২৪

জয়পুরহাটের কালাইয়ে সোলায়মান আলী (৭৭) হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে প্রত্যেকর ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন।  মামলার অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক নূর ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাটের কালাই উপজেলার গোপিনাথপুর আপলাপাড়া গ্রামের বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে, মাহফুজার রহমান (৬২), রফিকুল ইসলাম অফির (৫২) ও আব্দুল কুদ্দুস (৪৫)। 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩০ এপ্রিল উপজেলার গোপিনাথপুর আপলাপাড়া গ্রামে সড়কের পাশে পানি নিস্কাশনের ড্রেন নিয়ে সোলায়মান হোসেন ও প্রতিবেশী ইদ্রিস আলীর ছেলে মাহফুজার রহমান, রফিকুল ইসলাম ওরফে অফির, আব্দুল কুদ্দুস, শফিউল ইসলাম ওরফে মিল্টন, আবু জাফর, এনামুল হক, জাহিদুল ইসলাম ও ইয়াকুব আলীর মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে আসামিরা তাদের হাতে থাকা কোদাল দিয়ে সোলায়মানের মাথায় আঘাত করে। স্বজনরা গুরুতর অবস্থায় তাকে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান সোলায়মান। 

এ ঘটনায় নিহতের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে ঘটনার পরের দিন কালাই থানায় আট জনের নাম উল্লেখ করে মামলা করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির বগুড়ার পরিদর্শক শামসুল আলম ২০১৭ সালের ২০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে ১১ জন স্বাক্ষীর সাক্ষ্যতে আট আসামির মধ্যে তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ জনকে খালাসের রায় দেন।

মামলার বাদী রফিকুল ইসলাম জানান, এ রায়ে তিনি সন্তুষ্ট নয়। আইনজীবীদের সঙ্গে আলোচনা করে উচ্চ আদালতে আপিল করবেন।

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

/আরআর/
সম্পর্কিত
মুন্সীগঞ্জের ট্রিপল মার্ডার: ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
মুন্সিগঞ্জে তিন খুন: ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
ফুটপাতে দোকান বসানো নিয়ে হত্যা: চার জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে ‘ব্লকেড’ কর্মসূচি
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে ‘ব্লকেড’ কর্মসূচি
এনসিপির কর্মসূচিতে আসেননি কোনও দলের শীর্ষ নেতা
এনসিপির কর্মসূচিতে আসেননি কোনও দলের শীর্ষ নেতা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
আ.লীগের বিচারের আগে কোনও নির্বাচন জনগণ মেনে নেবে না: চরমোনাই পীর
আ.লীগের বিচারের আগে কোনও নির্বাচন জনগণ মেনে নেবে না: চরমোনাই পীর
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের