X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

 রাজশাহী মেডিক্যালে বাড়ছে ডেঙ্গু রোগী, সতর্ক হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

রাজশাহী প্রতিনিধি
০৫ জুলাই ২০২৩, ২৩:১৩আপডেট : ০৫ জুলাই ২০২৩, ২৩:১৩

আষাঢ়ে বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বেড়েছে মশার উপদ্রব। এতে রাজশাহীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এরই মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে ডেঙ্গু রোগীদের জন্য পৃথক ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। তবে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী, গত বুধবার থেকে এই বুধবার পর্যন্ত হাসপাতালে ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। গত চার দিনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১ জন। এসব রোগীকে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু আক্রান্তদের অধিকাংশের বাইরে ভ্রমণের রেকর্ড পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা জেলার বাইরে ভ্রমণের সময়ে ডেঙ্গুতে আক্রন্ত হয়েছেন। এখন পর্যন্ত আক্রান্ত রোগীদের ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হয়নি। তবে সবাইকে সতর্ক থাকতে হবে।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান খান বাদশা বলেন, বর্ষায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এ সময়ে সতর্ক থাকার কোনও বিকল্প নেই। বিশেষ করে শিশু ও বয়স্কদের বিষয়ে যত্নশীল হতে হবে। আর ডেঙ্গুর লক্ষণ প্রকাশ পেলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসের পরামর্শ নিতে হবে। অন্যথায় বড় জটিলতা তৈরি হতে পারে।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহম্মদ বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অধিকাংশই ঢাকাফেরত। ধারণা করছি, তারা ডেঙ্গুর জীবাণু নিয়ে ঈদ করতে বাড়ি এসেছিলেন। এরপর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তির পর ডেঙ্গু শনাক্ত হয়েছে। কেউ কেউ ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য বিশেষ টিম করা হয়েছে। সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ সময়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তাহলে এটি মোকাবিলা করা যাবে।’

/এএম/
সম্পর্কিত
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিচিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
১৬ শ্রমিকের উৎপাদিত স্যালাইন দিয়ে চলছে ৯ জেলার হাসপাতালযাদের স্যালাইনে বাঁচে প্রাণ, তাদের মজুরি বাড়ে না
গরমে বেড়েছে স্বাস্থ্যঝুঁকি, রংপুর হাসপাতালে পাঁচ দিনে ২২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেবে বিশেষ কমিটি, হবে নীতিমালা
স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেবে বিশেষ কমিটি, হবে নীতিমালা
বঁটির কোপে দুই বছরের শিশুর মাথা বিচ্ছিন্ন, চাচি আটক
বঁটির কোপে দুই বছরের শিশুর মাথা বিচ্ছিন্ন, চাচি আটক
আইনে স্বীকৃত অনেক অবিচার এখনও আছে: এম এ মান্নান
আইনে স্বীকৃত অনেক অবিচার এখনও আছে: এম এ মান্নান
অফিস টাইমে চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিসে থাকলে ব্যবস্থা
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিঅফিস টাইমে চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিসে থাকলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা