X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

প্রথমবারের মতো রাশিয়ায় গেলো রাজশাহীর আম

রাজশাহী প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৩, ২২:১৫আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ২২:১৫

তিন বছরের চেষ্টায় প্রথমবারের মতো রাশিয়ায় গেলো রাজশাহীর আম। শনিবার (২৬ আগস্ট) সকালে এয়ার আরাবিয়ার জি-৯-৫১৭ ফ্লাইট ২০০ কেজি গৌরমতি, ১০০ কেজি কাটিমনসহ মোট অন্তত ৩০০ কেজি আম নিয়ে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। রাজশাহীভিত্তিক একটি রফতানিকারক প্রতিষ্ঠান রাশিয়ার বাজারে গৌরমতি ও কাটিমন জাতের আম পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আমদানিকারক প্রতিষ্ঠান এমটিবি অ্যাগ্রো অ্যান্ড গার্ডেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহতাব আলী বলেন, ‘প্রথমবারের মতো কোনও বাংলাদেশি আম রাশিয়ায় গেলো। ক্রেতারাও রুশ, রাশিয়ায় বসবাসরত কোনও বাংলাদেশি নয়। আমগুলো চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কুন্দুয়া গ্রামের চুক্তিবদ্ধ আম চাষি নাজিম উদ্দিনের বাগান থেকে সংগ্রহ করা হয়েছিল।’

নাজিম উদ্দিন বলেন, ‘গৌরমতি ও কাটিমন জাতের আম সারা বছর গাছে ধরে। কিন্তু সর্বাধিক লাভের জন্য কেবল আগস্ট ও সেপ্টেম্বর মাসে আমগুলো পাড়া হয়। এ সময় অন্য সব জাতের জন্য মৌসুম শেষ হয়ে যায়। ফলে দাম ভালো পাওয়া যায়।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য কাজ করা রাশিয়ান কোম্পানি ন্যাশনাল ইলেকট্রিক এলএলসির অংশীদার হিসেবে আমগুলো রাশিয়ায় আমদানি করছে এমটিবি অ্যাগ্রোর বিপণন। 

এমটিবি অ্যাগ্রো অ্যান্ড গার্ডেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহতাব আলী বলেন, ‘রাশিয়ায় আম রফতানি করা সহজ ছিল না। আমরা গত তিন বছর ধরে চেষ্টা করছি। সব শর্ত পূরণ করে আমরা এ বছরই সফল হয়েছি। এ জন্য রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান এবং রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্তেভিচ মানটিটস্কির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ 

তিনি বলেন, ‘এই মাইলফলক স্থাপনে দুই দেশের দূতাবাস একযোগে কাজ করেছে। নিরাপদ ও স্বাস্থ্যকর আম এবং উপযুক্ত প্যাকেজিং নিশ্চিত করে আমি আমের একটি ব্র্যান্ড ইমেজ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি।’

মাহতাব আলী আরও বলেন, ‘রাশিয়ার আম আমদানি নীতিমালা অনুযায়ী গত বছর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিএআরআই) বাংলাদেশি আম পরীক্ষা করে রুশ কর্তৃপক্ষের কাছে পাঠায়। রুশ কর্তৃপক্ষ আমের নমুনা পরীক্ষা করে আগামী পাঁচ বছরের জন্য আমাদেরকে আম রফতানির অনুমতি দেয়। আগামী বছর খিরসাপাত আমের জিআই পণ্যসহ অন্যান্য আম রাশিয়ায় পাঠানোর ব্যাপারে আমরা আশাবাদী।’

এ বিষয়ে রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদফতরের আঞ্চলিক অতিরিক্ত পরিচালক শামসুল ওয়াদুদ বলেন, ‘প্রতি বছরই আম রফতানি বাড়ছে। আমদানিকারক দেশগুলোর শর্ত অনুযায়ী আম রফতানি করতে হয়। এ কারণে কিছুটা বেগ পেতে হয়।’

আমরা সবসময় নতুন বাজার খুঁজছি জানিয়ে তিনি বলেন, ‘গত বছর রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ২২২ টন আম রফতানি হয়েছিল। এ বছর আম রফতানি ৩৮০ টন অতিক্রম করেছে।’

/এএম/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংঘাত: যুদ্ধ কি আবারও স্বাভাবিক হয়ে উঠছে?
তেলের দাম কমায় পুতিন ইউক্রেন যুদ্ধ সমাপ্তিতে আরও আগ্রহী: ট্রাম্প
ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর বিমানবন্দর বন্ধ
সর্বশেষ খবর
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ