X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ভুল চিকিৎসায় গাভির মৃত্যু, ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৩, ১১:৫২আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১১:৫২

জয়পুরহাটের কালাই উপজেলার ভুগোইল গ্রামে অন্তঃসত্ত্বা এক বিদেশি জাতের এক গাভির মৃত্যুর অভিযোগে শরিফুল ইসলাম নামে এক ভুয়া পশু চিকিৎসককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ নভেম্বর) বিকালে ভুগোইল গ্রামের আব্দুল মোমিনের বিদেশি জাতের একটি গাভি অসুস্থ হয়ে পড়ে। গাভির চিকিৎসার জন্য একই গ্রামের পশু চিকিৎসক শরিফুলকে ডেকে নেন বাড়িতে। চিকিৎসক গাভি দেখে চিকিৎসা দেন। এর কিছুক্ষণ পর গাভিটি মাটিতে পড়ে মারা যায়। এরপর গ্রামের লোকজন চিকিৎসক শরিফুলকে বাড়িতে আটকে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে মোবাইল ফোনে জানান।

খবর পেয়ে তারা সবাই ঘটনাস্থলে এসে পশু চিকিৎসক শরিফুলের নিবন্ধন ও প্রশিক্ষণের সার্টিফিকেট দেখতে চান। এ সময় কোনও নিবন্ধন বা প্রশিক্ষণের সার্টিফিকেট দেখাতে পারেননি।

মারা যাওয়ায় গাভির মালিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভুল চিকিৎসায় গাভি মেরে ফেলা এবং ভুয়া চিকিৎসক প্রমাণিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।

গাভির মালিক আব্দুল মোমেন বলেন, গাভিটি আট মাসের অন্তঃসত্ত্বা। কয়েকদিন আগে পাইকাররা গাভিটি দেড় লাখ টাকা দাম করেছে। ভুল চিকিৎসা দিয়ে শরিফুল আমার গাভিটিকে চোখের সামনে মেরে ফেলেছে। সে যে চিকিৎসক না তা আমার জানা ছিল না। অথচ এলাকায় অনেক দাপটের সঙ্গে চিকিৎসা করছে। তার বিচার হওয়া দরকার।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী বলেন, যার কোনও নিবন্ধনসহ প্রশিক্ষণের সার্টিফিকেট নেই তার কোনও চিকিৎসা দেওয়ার অধিকার নেই। সে কখনও চিকিৎসক হতে পারে না। শরিফুল একজন প্রতারক। সে এলাকাবাসীর সঙ্গে প্রতারণা করেছে।

ইউএনও জান্নাত আরা তিথি বলেন, প্রতারণা করে ভুল চিকিৎসা দিয়ে গাভি মেরে ফেলার ঘটনায় তাকে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইয়েমেনে হুথিদের তিনটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালালো ইসরায়েল
ইয়েমেনে হুথিদের তিনটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালালো ইসরায়েল
বৈষ্যমবিরোধী আন্দোলনে শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ
বৈষ্যমবিরোধী আন্দোলনে শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্তা
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্তা
সর্বাধিক পঠিত
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে