X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

রাজশাহীতে পুলিশের টহল গাড়ি ভাঙচুর, চার সদস্য আহত

রাজশাহী প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৩, ২৩:৫৩আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ২৩:৫৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজশাহী মহানগরের সপুরা এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালিয়েছেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে তফসিলের প্রতিবাদে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম এলাকা থেকে ঝটিকা মিছিল বের করেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা। মিছিল নিয়ে তারা পানি উন্নয়ন বোর্ডের রাজশাহী কার্যালয়ের পাশের রাস্তা দিয়ে সপুরা এলাকায় যান। অপরদিক থেকে নগরীর বোয়ালিয়া থানার উপশহর পুলিশ ফাঁড়ির একটি টহল দলের পিকআপ আসছিল। এ সময় জামায়াতের নেতাকর্মীরা পুলিশের গাড়ি দেখে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। সেইসঙ্গে বাঁশ ও লোহার রড দিয়ে গাড়ি ভাঙচুর করেন। এতে চার পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। পরে জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে যান। আহত চার পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ভাঙচুর হওয়া গাড়ির চালক মাইনুল হোসেন বলেন, ‘হঠাৎ আমাদের গাড়িতে হামলা চালানো হয়। এতে সামনের ও দুই জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়িটি বিসিক ফাঁড়িতে নেওয়া হয়েছে। জামায়াতের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।’

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘টহল পুলিশের থ্রি-হুইলার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন জামায়াতের নেতাকর্মীরা। এতে গাড়ির সামনের কাচ ভেঙে যায়। চার পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। তার আগেই হামলাকারীরা পালিয়ে গেছে। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিন জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হবে। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

/এএম/ 
সম্পর্কিত
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
যে কারণে তালা দেওয়া হয়েছিল মেট্রোরেলের গেটে
নির্বাচনি দায়িত্ব নিরপেক্ষতার সঙ্গে পালন করছে পুলিশ: আইজিপি
সর্বশেষ খবর
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত: ইরানি কর্মকর্তা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত: ইরানি কর্মকর্তা
অভিযান চালিয়েও কেন রিকশা ঠেকানো যাচ্ছে না রাজপথে?
অভিযান চালিয়েও কেন রিকশা ঠেকানো যাচ্ছে না রাজপথে?
হেলিকপ্টারে থাকা সব যাত্রীর নিহতের আশঙ্কা
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তহেলিকপ্টারে থাকা সব যাত্রীর নিহতের আশঙ্কা
দুর্ঘটনাস্থলে পৌঁছেছে রেড ক্রিসেন্ট
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তদুর্ঘটনাস্থলে পৌঁছেছে রেড ক্রিসেন্ট
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু