X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

রাজশাহীতে পুলিশের টহল গাড়ি ভাঙচুর, চার সদস্য আহত

রাজশাহী প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৩, ২৩:৫৩আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ২৩:৫৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজশাহী মহানগরের সপুরা এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালিয়েছেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে তফসিলের প্রতিবাদে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম এলাকা থেকে ঝটিকা মিছিল বের করেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা। মিছিল নিয়ে তারা পানি উন্নয়ন বোর্ডের রাজশাহী কার্যালয়ের পাশের রাস্তা দিয়ে সপুরা এলাকায় যান। অপরদিক থেকে নগরীর বোয়ালিয়া থানার উপশহর পুলিশ ফাঁড়ির একটি টহল দলের পিকআপ আসছিল। এ সময় জামায়াতের নেতাকর্মীরা পুলিশের গাড়ি দেখে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। সেইসঙ্গে বাঁশ ও লোহার রড দিয়ে গাড়ি ভাঙচুর করেন। এতে চার পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। পরে জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে যান। আহত চার পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ভাঙচুর হওয়া গাড়ির চালক মাইনুল হোসেন বলেন, ‘হঠাৎ আমাদের গাড়িতে হামলা চালানো হয়। এতে সামনের ও দুই জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়িটি বিসিক ফাঁড়িতে নেওয়া হয়েছে। জামায়াতের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।’

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘টহল পুলিশের থ্রি-হুইলার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন জামায়াতের নেতাকর্মীরা। এতে গাড়ির সামনের কাচ ভেঙে যায়। চার পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। তার আগেই হামলাকারীরা পালিয়ে গেছে। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিন জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হবে। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

/এএম/ 
সম্পর্কিত
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা জুলাই আহতদের
শেওড়াপাড়ায় দুই বোন খুন: সিসিটিভিতে ধরা পড়া ব্যক্তিকে খুঁজছে পুলিশ
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
সর্বশেষ খবর
মোশাররফ করিমের ‘বোহেমিয়া ঘোড়া’, সঙ্গে একঝাঁক অভিনেত্রী
মোশাররফ করিমের ‘বোহেমিয়া ঘোড়া’, সঙ্গে একঝাঁক অভিনেত্রী
পিএসএলের সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে করার পরিকল্পনা
পিএসএলের সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে করার পরিকল্পনা
তীব্র তাপপ্রবাহে পুড়ছে ৮ জেলা
তীব্র তাপপ্রবাহে পুড়ছে ৮ জেলা
তেল বিক্রির কমিশন ৭ শতাংশ করাসহ ১০ দাবি পেট্রোল পাম্প মালিকদের
তেল বিক্রির কমিশন ৭ শতাংশ করাসহ ১০ দাবি পেট্রোল পাম্প মালিকদের
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ