দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজশাহী মহানগরের সপুরা এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালিয়েছেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে তফসিলের প্রতিবাদে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম এলাকা থেকে ঝটিকা মিছিল বের করেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা। মিছিল নিয়ে তারা পানি উন্নয়ন বোর্ডের রাজশাহী কার্যালয়ের পাশের রাস্তা দিয়ে সপুরা এলাকায় যান। অপরদিক থেকে নগরীর বোয়ালিয়া থানার উপশহর পুলিশ ফাঁড়ির একটি টহল দলের পিকআপ আসছিল। এ সময় জামায়াতের নেতাকর্মীরা পুলিশের গাড়ি দেখে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। সেইসঙ্গে বাঁশ ও লোহার রড দিয়ে গাড়ি ভাঙচুর করেন। এতে চার পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। পরে জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে যান। আহত চার পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ভাঙচুর হওয়া গাড়ির চালক মাইনুল হোসেন বলেন, ‘হঠাৎ আমাদের গাড়িতে হামলা চালানো হয়। এতে সামনের ও দুই জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়িটি বিসিক ফাঁড়িতে নেওয়া হয়েছে। জামায়াতের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।’
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘টহল পুলিশের থ্রি-হুইলার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন জামায়াতের নেতাকর্মীরা। এতে গাড়ির সামনের কাচ ভেঙে যায়। চার পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। তার আগেই হামলাকারীরা পালিয়ে গেছে। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিন জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হবে। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’