X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মিটার চুরির পর ‘চিরকুট’ রেখে চাঁদা আদায় চক্রের মূল হোতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৪, ১৭:৫০আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৭:৫০

‘আপনার বিদ্যুৎসংযোগের মিটার চুরি হয়েছে, মিটারটি পেতে কল করুন’ মোবাইল ফোন নম্বরসহ এমন ‘চিরকুট’ রেখে চাহিদামতো চাঁদা আদায়কারী চক্রের মূল হোতা আব্বাস আলী শেখ (২৫) অবশেষে ধরা পড়েছেন।

শুক্রবার (১২ জানুয়ারি) রাতে নন্দীগ্রাম থানা পুলিশ তাকে কাহালু উপজেলার জামগ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছে চাঁদাবাজির কাজে ব্যবহৃত সিমসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাকে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

শনিবার (১৩ জানুয়ারি) বিকালে নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, আব্বাস আলী শেখ বগুড়ার কাহালু উপজেলার জামগ্রামের মৃত আজিম উদ্দিন শেখের ছেলে। তিনি বগুড়া সদর, কাহালু, নন্দীগ্রাম, শাজাহানপুর ও পার্শ্ববর্তী নাটোরের বিভিন্ন উপজেলায় বৈদ্যুতিক মিটার চুরিতে ছয় সদস্যের একটি দল গড়ে তোলেন। আব্বাসের নেতৃত্বে ওই সব এলাকায় জমিতে সেচ দেওয়ার কাছে ব্যবহৃত বৈদ্যুতিক মিটার চুরি করা হয়।

মিটার খোলার পর সেখানে একটি ‘চিরকুট’ রাখা হয়। এতে লেখা থাকে, ‘আপনার মিটার চুরি করা হয়েছে। এই মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করে টাকা দিন। অন্যথায় মিটার ভেঙে ফেলা হবে। যতবার মিটার লাগাবেন ততবার চুরি করা হবে। কেউ বাধা দিলে প্রয়োজনে তাকে হত্যা করা হবে।’ মিটার মালিকরা বাধ্য হয়ে ওই চক্রের দেওয়া নম্বরে বিকাশ বা নগদের মাধ্যমে টাকা পাঠিয়ে থাকেন। এরপর চুরি করা মিটার কোথায় রাখা আছে তা বলে দেওয়া হয়ে থাকে।

সম্প্রতি নন্দীগ্রামের ভাটগ্রাম ইউনিয়নের চামটা মৌজার পুনাইল পূর্ব মাঠে ঘরসংলগ্ন খুঁটির সঙ্গে থাকা ইউপি সদস্য ইব্রাহিম আলী মন্ডল ও ইউসুফ আলী কাজীর গভীর নলকূপের মিটার চুরি হয়। চোর চক্রের সদস্যরা নলকূপের দরজার মোবাইল ফোন নম্বরসহ চিরকুট রেখে যায়। পরে ওই নম্বরে যোগাযোগ করে নগদের মাধ্যমে সাত হাজার টাকা পাঠানো হয়। এরপর ওই নম্বর থেকে জানানো হয়, মিটার দুটি পাশের সরিষা ক্ষেতে লুকানো আছে। ঘটনাটি ব্যাপক আলোচিত হয়। এ ব্যাপারে ভুক্তভোগীরা থানায় মামলা করেন।

নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় মিটার চুরি চক্রের মূল হোতা আব্বাস আলী শেখের অবস্থান শনাক্ত করা হয়। এরপর তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে মিটার চুরির পর চাঁদাবাজিতে ব্যবহৃত সিমসহ দুটি মোবাইল ফোন এবং চুরি করা মিটারের নম্বর জব্দ করা হয়েছে। পরে তাকে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তিনি তার অপর পাঁচ সদস্যের নাম ঠিকানা প্রকাশ করেন। আদালতের নির্দেশে তাকে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা জানান, অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
চুরির ঘটনায় তদন্তে নেমে ৫টি অস্ত্রের সন্ধান
গুলশানে চোর সন্দেহে পেটানোর পর যুবকের মৃত্যু, একজন গ্রেফতার
সর্বশেষ খবর
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড