X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘সুদের কারবারি’ বলায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মানহানির মামলা

বগুড়া প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৪, ২০:০৩আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ২০:০৭

বগুড়ার সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মিনহাদুজ্জামান লিটনের বিরুদ্ধে পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নুর নামে কুৎসা রটনা ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য নান্নু বৃহস্পতিবার বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার (লিটন) বিরুদ্ধে মানহানির মামলা (নং-১২সি/২৪, সোনা) মামলা করেছেন।

রবিবার (১৪ জানুয়ারি) বিচারক জিনিয়া জাহান বাদীর জবানবন্দি গ্রহণ ও এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

জাহাঙ্গীর আলম নান্নু এজাহারে উল্লেখ করেন, তিনি সোনাতলা কেন্দ্রীয় বণিক সমিতির সভাপতি, দোকান মালিক সমিতির সভাপতি, সোনাতলা পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষক, জাহাঙ্গীর আলম গুড মর্নিং স্কুল অ্যান্ড কলেজের সভাপতিসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সভাপতি, দাতা ও সদস্য হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

গত ৮ জানুয়ারি সন্ধ্যায় সোনাতলা রেলগেট চত্বরে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। সেখানে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য সাহাদারা মান্নান উপস্থিত ছিলেন। সভায় এমপির ছোট ভাই সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লিটন বক্তব্য রাখেন। তিনি সংসদ নির্বাচনে কে কে সহযোগিতা করেননি তা নিয়ে কথা বলেন। একপর্যায়ে তিনি পৌর মেয়র আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম নান্নু ও পলাশ নামে একজনের বিরুদ্ধে সুদের কারবারের অভিযোগ তোলেন।

লিটন দাবি করেন, নান্নু ও পলাশকে গ্রেফতার করলে তাদের কাছে অন্তত এক হাজার স্বাক্ষর করা স্ট্যাম্প এবং চেক পাওয়া যাবে। এ বক্তব্য ফেসবুকে ভাইরাল করা হয়। মেয়র নান্নু ফেসবুকে এ ভিডিও দেখে বিব্রত ও মর্মাহত হন। এতে তার মানহানি হয়েছে। এ ছাড়া লিটন বিভিন্ন সময় তাকে (নান্নু) হত্যার হুমকি দিয়ে আসছেন বলে দাবি করেন তিনি।

আসামি এহেন কাজ করে দণ্ডবিধির ৫০০, ৫০৬(২) ধারায় অপরাধ করেছেন। তাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পুলিশের মাধ্যমে গ্রেফতার করে জেলে রাখতে আদালতের কাছে অনুরোধ করা হয়।

বগুড়ার সিনিয়র জুডিসিয়াল আদালত সূত্র জানায়, রবিবার বাদীর জবানবন্দি গ্রহণ শেষে এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পিবিআইকে নির্দেশ দেন আদালত।

/কেএইচটি/
সম্পর্কিত
বিডি নিউজের প্রধান সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে, চার্জশিট দাখিল
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ